শ্রাবণী এন্ডো চৌধুরীর জন্ম সিলেটে। এখন কানাডা প্রবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। গান শোনা, বই পড়া, ছবি তোলা তাঁর শখ। পারিবারিকভাবেই তিনি একটা রাবীন্দ্রিক পরিবেশে বেড়ে উঠেছেন।
-------------------------------------------------------------
১. আপনি শুরুতে কি পড়তেন?
-------------------------------------------------------------
১. আপনি শুরুতে কি পড়তেন?
আমি খুব ছোট বেলা থেকে বই পড়া শুরু
করেছি। প্রথমে দেব সাহিত্য কুটিরের বই পড়তাম। আশাপূর্ণা দেবীর
শোনো শোনো গল্প শোনো, রাক্ষস খোক্ষস .....তখন আমি ক্লাস থ্রি তে পড়তাম।
২. এর মধ্যে গল্প কখন পড়া শুরু করলেন?
বই পড়ার অভ্যেস টা পেয়েছিলাম আমার মা র কাছ থেকে পেয়েছিলাম। আমাদের ছোট বেলায় বিনোদন বলতে ছিল বই পড়া। হাতে একটা বই নিয়ে পড়ার আনন্দই আলাদা। এখনো মনের আনন্দের জন্য বই পড়ি। কি ভাবে গল্পের বই পড়া উচিত সে সম্বন্ধে কিছু জানিনা। কেউ শেখায় নি। স্কুল এর গন্ডি পার হবার আগেই রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার পড়েছি। এ ছাড়া শরত্চন্দ্র, বঙ্কিমচন্দ্র, তারাশংকর পড়েছি।
৩.গল্প কেনো পড়েন?
৪. জীবনে প্রথম কোন গল্পটি আপনাকে বেশী স্পর্শ
করেছিল? কেনো করেছিল?
৫. গল্প পড়তেন কিভাবে? কোন কোন সময়ে? কোন কোন পরিবেশে? পরিবারের কেউ বা বন্ধু বা শিক্ষক কি কেউ গল্প পড়তে
উৎসাহিত করেছেন? একটি গল্প কিভাবে
পড়তে হয়--সেটা কি কেউ কখনো আপনাকে দেখিয়ে দিয়েছেন?
ভালো গল্পের বই পড়ার রুচি ছোট বেলায়
তৈরী হয়েছিল। আমার বাবার এক বন্ধু ছিলেন যিনি মুজতবা আলী র ভাগ্নে উনিও আমার বই
পড়ার বিষয়ে খুব উত্সাহ দিতেন। বই উপহার দিতেন. কোন বই কোন সময় পড়েছি তা নির্ভর করত ওই সময়ের
মুডের উপর। এক সময় ডিটেকটিভ বই পড়েছি। নিহার রঞ্জন, শরদিন্দু খুব
প্রিয় ছিল। ঐতিহাসিক উপন্যাস খুব প্রিয়। শংকর, আশাপূর্ণা দেবী, বুদ্ধদেব বসু, প্রতিভা বসু, বুদ্ধদেব গুহ , বিমল মিত্র, মুজতবা আলী, প্রেমেন্দ্র মিত্র,
নারায়ণ সান্যাল , মানিক বন্দোপাধ্যায়, বিভুতিভূষণ ..... এদের লেখা তখন খুব পড়েছি। এক বয়সে আশুতোষ মুখোপাধ্যায়ের বই
খুব পড়েছি। প্রেমের গল্প পড়তে খুব ভালো লাগতো। ইংলিশ লেখিকা bronte ও Jane অস্টিন এখনো খুব প্রিয়। বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য , শীর্ষেন্দু র বই পড়তে ভালো লাগে। আশাপূর্ণা দেবী র
লেখার মধ্যে সেই সময়কার মেয়েদের সুখ দুঃখের কথা উঠে আসত। অল্প বয়সী বিধবা
মেয়েদের উপর যে কি ধরনের সামাজিক,মানসিক অত্যাচার হতো তার একটা ছবি পাওয়া যেত. প্রথম প্রতিশ্রুতি.
সুবর্ণলতা, বকুল কথা পড়ে খুব কেদেছি।
৬. পড়ে কোনো গল্প ভালো লাগলে কি রকম অনুভূতি হয়? আপনার কি কখনো মনে হয়েছে গল্পের কোনো চরিত্র
আপনার নিজের মত। বা চরিত্রটি আপনার মধ্যে চলে এসেছে। কিছুদিন তার মত করে চলাফেরা
করতে শুরু করেছেন?
কোনো চরিত্র পড়ে মনে হয়নি আমার মতো. কোনো চরিত্রকে নকল করিনি কোনদিন. সুনীল এর লেখা ভালো লাগে না. কেন জিগ্গেস করলে বলতে পারব না. হুমায়ুন আহমেদ এর লেখা ভালো লাগে না. গল্পের বিশ্বাস যোগ্যতা নেই. যুদ্ধের গল্প পড়তে চাই না.কেন চাই না সেটা তো তুমি জানো।
কোনো চরিত্র পড়ে মনে হয়নি আমার মতো. কোনো চরিত্রকে নকল করিনি কোনদিন. সুনীল এর লেখা ভালো লাগে না. কেন জিগ্গেস করলে বলতে পারব না. হুমায়ুন আহমেদ এর লেখা ভালো লাগে না. গল্পের বিশ্বাস যোগ্যতা নেই. যুদ্ধের গল্প পড়তে চাই না.কেন চাই না সেটা তো তুমি জানো।
৭. একটি গল্পের কি কি বিষয় আপনাকে টানে? অর্থাৎ একটি ভালো গল্প হয়ে উঠতে হলে গল্পের মধ্যে
কি কি বিষয় থাকা দরকার বলে মনে করেন?
৯. কি কি কারণে কোনো গল্প মন্দ হয়ে ওঠে? এ রকম কি ঘটনা ঘটেছে যে এক সময় মনে হয়েছিল গল্পটি
ভালো--পরে তা মন্দ লেগেছে?
গল্পের ভালো মন্দ বিচার করার ক্ষমতা
আমার নেই। অনেক সময় মনে হয়েছে যে লেখক গল্প টাকে ধরে রাখতে পারছেন না। শুরু টা হয়ত খুব
ভালো ভাবে করেছেন, তারপর হয়ত এমন সব চরিত্র এনেছেন যে পাঠক ইন্টারেস্ট হারিয়েছে। গল্পের গরু গাছে
উঠে গেছে। অনেক সময় এমন ভাষা ব্যবহার করেছেন যে পড়তে ইচ্ছে করেনা। অনেক কিছুই নির্ভর
করে পাঠকের মানসিক গঠনের উপর। বয়স একটা বড় ফেক্টর। আমি যে বইগুলো অতি উত্সাহের সাথে পড়েছি এক সময়, আজ হয়ত ভালো লাগবে
না।
৮. সে রকম গল্প কোন কোন গল্পকারের মধ্যে পেয়েছেন? কিছু গল্পের নাম বলুন।
৮. সে রকম গল্প কোন কোন গল্পকারের মধ্যে পেয়েছেন? কিছু গল্পের নাম বলুন।
১০. এ সময়ের কোন কোন গল্পকারের গল্প আপনি পড়েছেন
বা পড়েন? সেগুলো কেমন লাগে? ভালো লাগলে কেনো ভালো লাগে? মন্দ লাগলে কেনো মন্দ লাগে? কারণগুলো বিস্তারিত লিখুন।
বর্তমান লেখকদের বই পড়বার সুযোগ কম
হয়েছে আমার গত বারো তের বছরে,
তাই কমেন্ট করতে পারছি না। ইন্টারনেট এ বই পড়া যায়। কিন্তু আমার ভালো
লাগে না। হাতে বই নিয়ে পড়ার আনন্দই আলাদা।
0 মন্তব্যসমূহ