স্বকৃত নোমানের গল্প : অলকানগর

ক. ছাতিম ফুলের গন্ধ 

কোনো কোনো রাতে যখন আমাদের ঘুম আসে না, বিছানায় কেবলই এপাশ ওপাশ করি, মনের মুকুরে তখন একটি প্রান্তরের স্মৃতি জাগিয়ে তুলি। অনিদ্রা দূরীকরণে স্মৃতি কখনো কখনো কার্যকরী ভূমিকা রাখে। কিন্তু আমাদের তো আরো কত কত স্মৃতি আছে। শৈশবের, কৈশোরের, তারুণ্যের, বন্ধুবান্ধবের, সাবেক প্রেমিকার, বাসর রাতের, স্কুল পালানোর, পৌষের হিম রাতে খেজুরের রস চুরির, গ্রাম্য কিশোরীর প্রেমে পড়ার।
এত এত স্মৃতি থাকতে আমরা কেন শুধু সেই প্রান্তরের স্মৃতিটা জাগিয়ে তুলি? কারণ সেই প্রান্তরে পড়ে আছে আমাদের এমন এক স্মৃতি যার মধ্য দিয়ে আমরা জীবনের সৌন্দর্য বুঝতে শিখেছি। ঐ প্রান্তরে আমরা দেখেছি পৃথিবীর সুন্দরতম দৃশ্য―নারীর টোল পড়া গালের হাসি। মন্ত্রমুগ্ধের মতো আমরা সেই মুখের দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম, ঐ টোলের মধ্যেই বুঝি জীবনের গুপ্ত রহস্য লুকিয়ে। সেই রহস্যের টানে রোজ বিকেলে আমরা ছুটে যেতাম সেখানে, সেই বিশাল প্রান্তরে। উত্তরে ও পুবে ত্রিপুরা সীমান্ত, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে বিশাল প্রান্তর। কোথাও হাতির পিঠের মতো, কেথাও ঝিনুকের খোলের মতো, কোথাও সমান্তরাল ধু-ধু বালুচরের মতো দক্ষিণে চলে গেছে। কোথায় শেষ হয়েছে কে জানে। আমরা ভাবতাম ঐ প্রান্তরের বুঝি সীমা নেই। পৃথিবীর শেষ সীমানায়, আকাশ যেখানে মাটির সঙ্গে মিশেছে, সেখানেই বুঝি তার শেষ। 

প্রান্তরের ঠিক উত্তরে, যেখানে দুই দেশের সীমানা মিশেছে, সরকারি কাগজপত্রে যাকে বলা হয় নো ম্যান্স ল্যান্ড, আমরা প্রথম দেখেছিলাম সেই টোল পড়া গালের অপূর্ব হাসি। প্রতি বছর সেখানে চৈত্রসংক্রান্তির মেলা হতো। চড়কগাছ ঘুরানো হতো। বিনোদন বলতে তেমন কিছু তো ছিল না আমাদের জীবনে। গ্রামে বিদ্যুৎ ছিল না, টেলিভিশন ছিল না, বছরের দুই ঈদ ছাড়া আনন্দ করার মতো কোনো উৎসবও ছিল না। পারিবারিক কঠোর শাসনের নিগড়ে আবদ্ধ নিরানন্দময় এক ঊষর জীবন। তাই সারা বছর আমরা যে কটি দিনের অপেক্ষায় থাকতাম চৈত্রসংক্রান্তির দিন ছিল তার মধ্যে একটি। 

দিনটি যখন একেবারে নাগালের মধ্যে চলে আসত, যখন মনে হতো হাত বাড়ালেই ছুঁতে পারব, সুধীরদাসের বাড়িতে যখন ছাতু ছিড়া দই মুড়ি খই তিল ও নাড়–র ধুম পড়ে যেত, আমাদের উত্তেজনার আর সীমা থাকত না। ঘুমাতে পারতাম না সারারাত। রাতকে মনে হতো শত শত মাইল দীর্ঘ কোনো পথ, আমরা দূরন্ত পথিক, অবিশ্রাম হাঁটছি তো হাঁটছিই, অথচ গন্তব্যে পৌঁছতে পারছি না। ঘুমের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়তাম। সকালে জেগে পুবের আকাশে দেখতাম হাস্যোজ্জ্বল সূর্য। সারা বছর সূর্যকে কখনো হাসতে দেখতাম না। হাসত শুধু বছরে একবার―চৈত্রসংক্রান্তির দিন। প্রাণ খুলে। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ার সঙ্গে সঙ্গে আমরা চলে যেতাম সাড়াসীমার প্রান্তরে, সকাল থেকে যেখানে শুরু হতো চড়কমেলার আয়োজন। 

সেই মেলাতেই তাকে আমরা প্রথম দেখি। বিকেল তখন সন্ধ্যার কোলে। লাল সেলোয়ার-কামিজ পরে, হাওয়াই ওড়নায় বুক ঢেকে, কপালে লাল টিপ পরে, খোপায় একটা রাধাচূড়া গুঁজে সে মেলায় এসেছিল। আমরা তো তখন পনেরো-ষোলো বছরের বালক, প্রেমের বোধ তখনো আমাদের মধ্যে পুরোপুরি জেগে উঠেনি, নারীর সুঢৌল বুককে তখনো আমরা মাতৃস্তন মনে করতাম, নারীর ঊরুসন্ধি তখনো আমাদের কাছে রহস্যের আধার, নারী মানেই আমাদের কাছে মা, বোন, খালা, ফুফু, চাচি। নারীকে স্ত্রী ভাবার মতো দুঃসাহস তখনো আমাদের হয়ে উঠেনি। 

চৈত্রের দামাল বাতাসে ওড়না উড়িয়ে সে আমাদের সামনে এলো। আমরা ভাবলাম আকাশ থেকে বুঝি পরী নামল! আমরা তার পিঠের ডানা দুটি খুঁজতে থাকি। ঠোঁটের ডগায় চলে আসা কথাটি তাকে আমি না বলে পারলাম না―আপনার ডানা দুটি কোথায় রেখেছেন? ভ্রু বাঁকিয়ে সে আমার দিকে তাকাল। চোখ জ্বালা করে উঠল আমার। ঝলসে যাবে জেনেও আমি তাকিয়ে রইলাম। হাতের পিঠে মুখ ঢেকে সে হাসতে লাগল। সে কী হাসি! যেন পূর্ণিমার জোয়ার নদীর বাঁধ ভেঙে ভাসিয়ে দিচ্ছে ঊষর জমিন। আমরা তার অধর দেখতে পাই না, দাঁত দেখতে পাই না, শুধু দেখতে পাই গালের অনিন্দ্য দুটি টোল। যেন এক গভীর গহ্বর, যেখানে লুকানো সাত রাজার ধন মণি-মাণিক্য। পতঙ্গের মতো ঝাপিয়ে পড়ার ইচ্ছে হয় আমাদের। মরে যেতে ইচ্ছে হয়। আমাদের বুকে একটা দীর্ঘশ্বাস ঘুরপাক খায়। দীর্ঘশ্বাসটার ভাষারূপ দিলে এই দাঁড়ায়―হায়, জীবনে বুঝি কোনোদিন আমরা এরকম একটা টোল পড়া গাল ছুঁয়ে দেখতে পারব না। অতৃপ্ত বাসনা নিয়েই বুঝি আমাদের মরে যেতে হবে। 

চড়কগাছটা ঘুরতে শুরু করলে আমাদের ঘোর কাটল। আমাদের চোখ চলে গেল সন্ন্যাসীর দিকে, দড়ি দিয়ে যার শরীর চড়কগাছের সঙ্গে বাঁধা। উলুধ্বনি উঠল শত শত কণ্ঠে। আমরাও হর্ষধ্বনি দিতে শুরু করি। চড়কের বৃত্তটা কয়েক পাক ঘোরার পর এক সন্ন্যাসী গজা, নকুলদানা আর চানাচুর ছিটাতে লাগল। হৈ-হুল্লোড় করতে করতে আমরা কুড়াই। ডানাহীন পরীর কথা আর খেয়ালে থাকে না। কুড়াতে কুড়াতে যখন সন্ধ্যা নামল, সবাই যখন বাড়ি ফিরতে শুরু করল, সহসা আমাদের মনে পড়ে গেল ডানাহীন পরীর কথা। আমাদের দৃষ্টি ঘুরতে লাগল মেলার মাঠে। কোথাও তাকে দেখতে পাই না। কোথায় গেল? আমাদের চোখ ফাঁকি দিয়ে বুঝি আকাশে উড়াল দিল! প্রান্তরের বাতাসে দীর্ঘশ্বাসগুলো ছড়াতে ছড়াতে আমরা বাড়ির পথ ধরি। 

পরদিন বিস্ময়ের সঙ্গে আমরা আমাদের পরিবর্তন লক্ষ করি। বিকেলে তো আমাদের কোনো কাজ থাকত না। তখন তো আর পুতুলখেলার বয়স ছিল না। ফুটবল, গোল্লাছুট, হাডুডুও তো রোজ রোজ খেলতাম না। কিন্তু বিকেলটা তো কাটাতে হবে। নদীর তীরে, রেল লাইনের পথ ধরে কিংবা গ্রামের মেঠোপথে হেঁটে হেঁটে আমরা বিকেল কাটাতাম। সেদিন নদীর তীর ডাকল না আমাদের, রেললাইন ডাকল না, গ্রামের মেঠোপথ ডাকল না; আমরা শুনতে পেলাম সাড়াসীমা প্রান্তরের ডাক। আমাদের মনের মুকুরে ভেসে উঠল উত্তর সীমান্তের ছাতিমবৃক্ষ, লাল সেলোয়ার-কামিজ, হাওয়াই ওড়না, লাল টিপ, খোপায় গোঁজা রাধাচূড়া, টোল পড়া গাল। কেবলই মনে হতে লাগল ডানাহীন পরী ছাতিমতলায় আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। আমরা ছুটে গেলাম নো ম্যান্স ল্যান্ডে, সারা বিকেল জমিনের আলে বসে ছাতিমতলার দিকে তাকিয়ে থাকলাম। সে এলো না। সন্ধ্যা নামল। প্রান্তরের পাখিরা উড়াল দিল নীড়ের দিকে। দীর্ঘশ্বাসগুলো বাতাসে ছড়াতে ছড়াতে আমরা বাড়ি ফিরে গেলাম। 

নো ম্যান্স ল্যান্ডে তার অপেক্ষায় বসে থেকে কত উৎকণ্ঠিত বিকেল পার করে দিয়েছি তার কোনো শুমার ছিল না। জানতাম কোনোদিন আর তার দেখা পাব না, তবু আমরা প্রতীক্ষায় থাকি। সীমান্তের ওপারেই মহকুমা শহর। ভাবি, নিশ্চয়ই তার বাড়ি সীমান্তের কাছেই। মাঝেমধ্যে ইচ্ছে করত সীমান্ত পাড়ি দিয়ে ওপারে চলে যাই, বাড়ি বাড়ি গিয়ে তাকে খুঁজি। একটিবার তার টোল পড়া গাল দেখে চোখ জুড়াই। কিন্তু দুই দেশের ব্যাপার, সীমান্তে বিএসএফ পাহারায়, আমাদের ইচ্ছেরা তাই নো ম্যান্স ল্যান্ডে মাথা কুটে মরে। তবু একদিন টহলপার্টির ডিউটি বদলের সময় আমরা সীমান্ত পাড়ি দেই। সারা বিকেল সীমান্তের বাড়ি বাড়ি উঁকি মারি। তার দেখা পেলাম না কোথাও। আমাদের ধারণাটা দৃঢ় হলো―সে আসলে মানুষ ছিল না, চড়কমেলায় যেসব পরী আকাশ থেকে নামে সে ছিল তাদেরই একজন। 

রোজ বিকেলে সাড়াসীমার প্রান্তরে বসে থাকাটা আমাদের অভ্যাসে দাঁড়িয়ে গেল। ততদিনে ডানাহীন পরীর জন্য আমাদের দীর্ঘশ্বাসগুলো হৃস্ব হয়ে এসেছিল। আমরা আর তার দর্শন কামনা করতাম না। তবু যেতাম। কেননা বিকেলে যাপনের জন্য ঐ প্রান্তরের চেয়ে ভালো কোনো স্থান ছিল না, এত বাতাস গ্রামের আর কোথাও ছিল না, সূর্যাস্তের এমন অপরূপ দৃশ্য আর কোথাও দেখা যেত না। 

হঠাৎ একদিন, তখন হেমন্তের অপরূপ বিকেল, সীমান্তের ছাতিমগাছটায় ফুলের সমারোহ, একদল তরুণীকে ছাতিমতলার দিকে আসতে দেখে আমাদের বুকটা ধড়ফড় করে উঠল। উত্তেজনায় আমরা দাঁড়িয়ে গেলাম। ছাতিমতলায় দাঁড়িয়ে তারা আমাদের হাতছানি দিয়ে ডাকল। বহুদিন ধরে মনের মুকুরে ভাসতে থাকা দৃশ্যের বাস্তব রূপায়ন দেখে আমরা দ্বিধায় পড়ে যাই। পরস্পরের মুখের দিকে তাকাই। নিশ্চয়ই তাদের মধ্যে ডানাহীন পরীও আছে! নইলে আমাদের ডাকবে কেন? কিন্তু আমরা কাছে যাওয়ার সাহস পাই না। ভিনদেশের অজানা-অচেনা মেয়ে, যদি কোনো অঘটন ঘটায়! হাতের ঈশারায় উল্টো আমরা তাদের ডাকি। প্রত্যাশা করিনি তারা আসবে। কিন্তু এলো। নো ম্যান্স ল্যান্ডের দুই আলে আমরা মুখোমুখি বসলাম। আমাদের মাথার উপর ভাসছে সাদা মেঘের ভেলা, চারদিকে হেমন্তের বাতাসে দোল খাচ্ছে কাশফুল। আমাদের চোখ খুঁজে বেড়ায় টোল পড়া গালের পরীকে। এতদিনে তার চেহারা ভুলে গেছি, নামটিও জানা নেই, শুধু মনে আছে তার টোল পড়া গালের অপূর্ব হাসি। 

যে মেয়েটির খোঁপায় ছাতিম ফুল গোঁজা, আমি তাকে বললাম, চড়কমেলায় আমরা দেখতে ঠিক আপনার মতো এক পরীকে দেখেছিলাম। মেয়েটির ভ্রু দুটি ধনুকের মতো বেঁকে গেল। মুখটা হাঁ হয়ে গেল। হাতের পিঠে মুখ ঢেকে সে হেসে উঠল। আমরা চমকে উঠলাম। সেই টোল পড়া গাল! সেই সাত রাজার ধনের গহ্বর! আমি বলেই ফেললাম, আপনি! কত দিন পর! আপনাকে আমরা কত খুঁজেছি! 

চোখের মণি দুটো ঘুরিয়ে সে বলল, আমাকে খুঁজেছেন? বলেই হাসতে লাগল। আমরা তার টোল পড়া গালের দিকে তাকিয়ে থাকি। পলক ফেলতে ভুলে যাই। আমরা প্রথমবারের মতো টের পাই সে পরী নয়, মানুষ। কিন্তু ভেবে পাই না মানুষ কী করে এমন সুন্দর হয়। আমাদের বিস্ময় কাটে না। আমাদের চোখে খেলা করতে থাকে এক অধরা স্বপ্ন―আহা, এই ডানাহীন পরীকে যদি সারা জীবনের জন্য কাছে পেতাম! জোছনার রাতে সাড়াসীমার প্রান্তরে যদি তার হাত ধরে হাঁটতে পারতাম! 

হয়ত সে আমাদের চেহারা দেখে মনের কথা টের পেয়েছিল। নইলে রোজ রোজ কেন আসত নো ম্যান্স ল্যান্ডে? মুখোমুখি আলে বসে আমরা গল্প করতাম। বাংলাদেশ নিয়ে খুব আগ্রহ ছিল তার। বাংলাদেশ তার পিতৃভূমি। দক্ষিণ অলকানগর গ্রাম। সীমান্ত থেকে বারো মাইল দক্ষিণে। চৌষট্টির দাঙ্গার সময় সপরিবারে ত্রিপুরা পাড়ি দেয় তার দাদাঠাকুর। বাংলাদেশ নিয়ে সে কত যে প্রশ্ন করত আমাদের! বাংলাদেশে কি ধান হয়? আমগাছে আম ধরে? লিচুগাছে লিচু? বাংলাদেশেও কি পাখি ডাকে? নিশিরাতে বাঁশি বাজে? বাংলাদেশের মানুষ কি রবিঠাকুরের গান গায়? জীবনানন্দের কবিতা পড়ে? তার প্রশ্ন শুনে আমরা হাসতাম। বাবার কাছ থেকে শোনা বাংলাদেশ বিষয়ে তার গল্প থামত না। রোজই কোনো না কোনো গল্প শোনাত। শুনতে শুনতে আমাদের খুব বলতে ইচ্ছে করত, আপনি চলে আসুন, আপনাকে বুকের ভেতরে ঠাঁই দেব। কিন্তু বলতে পারতাম না। কারণ নারী মানে তখনো আমাদের কাছে মা, বোন, খালা, ফুফু, চাচি। তবু একদিন সাহস করে হাসতে হাসতে আমি বলে ফেললাম, জানেন, আপনার গালের টোলটা দেখলে পৃথিবীতে কয়েক হাজার বছর বাঁচতে ইচ্ছে করে। শুনে সে হাসতে লাগল। হাতের পিঠে মুখ ঢেকে। আমরা তার টোলের দিকে তাকিয়ে রইলাম। যেন কেউ আমাদের বান-টোনা করেছে। কোনোদিন আর ঐ টোল থেকে চোখ ফেরাতে পারব না। 

একদিন। বন্ধুদের কেউ প্রান্তরে এলো না। আমি একা। আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি হবে তুমুল। নো ম্যান্স ল্যান্ডে বসে আছি তার অপেক্ষায়। বসে থাকতে থাকতে পায়ে ঝিঁঝিঁ ধরে, অথচ সে আসে না। সূর্য যখন অস্তাচলে, বাতাসের তোড়ে মেঘেরা যখন ছুটছে দিগি¦দিক, ছাতিমতলায় একটা হাওয়াই ওড়না দেখতে পাই। উড়ছে পত পত। শীতল বাতাসে আমার গা-টা শিউরে উঠল। ছাতিমতলায় ছুটে যেতে ইচ্ছে করল। কিন্তু দিনের আলো তখনো নেভেনি। অন্ধকারের অপেক্ষায় আমি বসে থাকি। 

যখন অন্ধকার নামল, চারদিক যখন জনশূন্য হয়ে পড়ল, আমরা দুজন মুখোমুখি দাঁড়ালাম। তার খোঁপায় একটা ছাতিম ফুল। মধুপের মতো আমি খোঁপায় নাক ডুবিয়ে দেই। গাছে হেলান দিয়ে সে দাঁড়িয়ে। তার গালের টোলে আঙুল ঠেকাই। সে মুখ সরিয়ে নেয়। আমি বলি, তোমার টোলের দিকে তাকিয়ে থেকে আমি এক জীবন কাটিয়ে দিতে পারব। সে হাসতে লাগল। অন্ধকারে তার টোলটা আমি দেখতে পাই না। খুব মন খারাপ হয় আমার। মনে মনে প্রার্থনা করি, হে মাবুদ, এক ফোঁটা আলো দাও। 

আকাশ ডেকে উঠল অকস্মাৎ। বিজলি চমকাতে লাগল ঘন ঘন। বৃষ্টি নামতে আর বুঝি দেরি নেই। অস্থির হয়ে উঠল সে। আর দাঁড়াতে চাইল না। তার হাত দুটো মুঠোয় নিয়ে বললাম, কাল আবার আসব। তুমি আসবে তো? সে শুধু বলল, এখন যাব। 

সে চলে গেল। আকাশ ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়তে লাগল। টানা দশ দিন চলল তুমুল বৃষ্টি। সাড়াসীমার প্রান্তর ভেসে গেল পাহাড়ি বন্যায়। পানি নামতে লেগে গেলো আরো সাত দিন। শুকাতে আরো দশ দিন। আমি আবার নো ম্যান্স ল্যান্ডে গিয়ে দাঁড়াই। তার প্রতীক্ষায় থাকি। সে এলো না। রোজ রোজ গিয়ে বসে থাকি। সে আসে না। দিনের পর দিন কেটে গেল, মাসের পর মাস, অথচ সে এলো না। একদিন তার চেহারাটাও স্মৃতি থেকে হারিয়ে গেল। হারাল না শুধু তার টোল পড়া গালের হাসি এবং তার খোঁপায় গোঁজা ছাতিম ফুলের গন্ধ। 



খ. মধ্যরাতের উড়াল সংলাপ 


আমাদের জীবন বদলে দিয়েছে একটা মানুষ―মার্ক জুকারবার্গ। যোগাযোগ কত না সহজ করে দিয়েছে ফেসুবক। দেশ-বিদেশের চেনা-অচেনা কত হাজার হাজার ফ্রেন্ড। স্ট্যাটাস দিলে লাইক দেয়, কমেন্ট করে। কেউ জানায় সহমত, কেউ দ্বিমত, কেউ প্রশংসা, কেউবা নিন্দা। জীবনে কোনোদিন দেখিনি এমন নর-নারীরা ইনবক্সে মেসেজ দিচ্ছে―সুপ্রভাত, শুভরাত। জন্মদিনে জানাচ্ছে ফুলেল শুভেচ্ছা। এ এক মোহের জগত। একবার এর মোহে জড়িয়ে গেলে বের হওয়া মুশকিল। জীবনের কত মূল্যবান সময় খেয়ে ফেলছে ফেসবুক, অথচ আমাদের কোনো আফসোস নেই। কেন থাকবে? ফেসবুকে আমরা খুঁজে পাই জীবনে অন্য অর্থ। ফেসবুক আমাদের নিঃসঙ্গ থাকতে দেয় না। যদি মন খারাপের স্ট্যাটাস দেই, সঙ্গে সঙ্গে মন ভালো করার জন্য শত শত কমেন্ট। যদি লিখি শরীর খারাপ, সঙ্গে সঙ্গে শত শত সহানুভূতির কমেন্ট, ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ, পাশে থাকার প্রতিশ্রুতি। 

ফেসবুকে আমার ফ্রেন্ড সংখ্যা ৪৭৬১। কজনকে আমি চিনি? সুবর্ণা চ্যাটার্জিও অচেনাদের একজন। কোনোদিন বলা হয়নি হাই, হ্যালো, শুভসকাল, শুভসন্ধ্যা, শুভরাত। ফ্রেন্ডলিস্টে আছে তাও জানা ছিল না। আমার চল্লিশতম জন্মদিন ছিল সেদিন। রাত বারোটা থেকে আমার ফেসবুক ওয়াল ভরে যেতে লাগল শুভেচ্ছাবাণীতে, ইনবক্সে আসতে লাগল মেসেজের পর মেসেজ। জবাব দিতে গেলে রাত ফুরিয়ে ভোর হবে। আমি আবার রাত জাগতে পারি না। এক রাত জাগলে ঘুম কাবার করতে দুই রাত লেগে যায়। পরিচিত কয়েকজনকে ধন্যবাদ জানিয়ে তাই শুয়ে পড়লাম। 

পরদিন সকালে ফেসুবকে ঢুকে দেখি ইনবক্সে শত শত মেসেজ। জন্মদিনের শুভেচ্ছা সব। ফ্রেন্ডদের শুভেচ্ছাবাণীর নিচে আমার শেষ স্ট্যাটাসটি চাপা পড়ে গেল। যতজনকে পারলাম ধন্যবাদ জানালাম। সুবর্ণা চ্যাটার্জি একটা লাল গোলাপ ও আমার ছবিসহ আমাকে ট্যাগ করে একটা স্ট্যাটাস দিলেন, ‘শাহীন আকন্দের জন্মদিনে পাঠিয়ে দিলাম আমার বাগানের একটি লাল গোলাপ।’ আমার কৌতুহল জাগল। জন্মদিনে নারীর শুভেচ্ছা পেলে কার না ভালো লাগে? ফেসুবক তো ব্যবহার করি নারীদের সঙ্গে চ্যাট করার জন্যই। পটিয়ে-পাটিয়ে বিছানায় নেওয়ার জন্যই। 

সুবর্ণার এবাউটে ক্লিক করে দেখি পেশায় সে শিক্ষক, থাকেন কলকাতায়। ফটো অপশনে ক্লিক করে দেখি কয়েক শ ছবি। টাইমলাইন ফটোস-এ শত শত ছবি, কিন্তু একটিও তার নয়, সব কটি ফুল-পাখি-নদী-অরণ্য-সমুদ্র এবং বিখ্যাত সব ক্রিকেট তারকার। প্রোফাইল পিকচার মাত্র তিনটি। প্রথমটিতে সে কোনো এক মোটেলের বারান্দায় সূর্যাস্তের দিকে মুখ করে দাঁড়িয়ে, দ্বিতীয়টিতে গালে হাত দিয়ে ড্রইংরুমের সোফায় বসা এবং তৃতীয়টিতে শাড়ি পরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে। চল্লিশের কম হবে না বয়স, তবে যৌবনের লাবণ্য এখনো অটুট। ফেসবুকে বয়স্ক নারীদের সঙ্গে আমি খুব একটা চ্যাট করি না, আমার আগ্রহ তরুণীদের প্রতি। রোজ মধ্যরাতে তরুণীদের ইনবক্সে নক করি। কেউ জবাব দেয়, কেউ দেয় না। একবার কেউ জবাব দিলে তার সঙ্গে জমিয়ে তুলি। ত্রিশোর্ধ কোনো নারী নক করলে জবাব দিতে ইচ্ছে করে না। কিন্তু সুবর্ণাকে প্রথম দর্শনেই ভালো লেগে গেল। ধন্যবাদ না জানালেই নয়। তার ইনবক্সে লিখলাম, জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অনেক ধন্যবাদ। 

সঙ্গে সঙ্গে তার উত্তর, ওয়েলকাম। 

তারপর এক সপ্তাহ আর কথা নেই। আমিও ভুলে গেলাম তার কথা। এক রাতে, শীত পড়ছিল খুব, বউ-বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আমার রুমে আমি একা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে চ্যাট করছিলাম। একটা মিথ্যা স্বপ্নের কথা বলে পটানোর চেষ্টা করছি তাকে। স্বপ্নে দেখেছি তার বিয়ে হয়ে গেছে, কিন্তু স্বামীকে তার পছন্দ নয়। বিয়ের এক সপ্তাহের মাথায় সে পালিয়ে এলো আমার বাসায়। লেবু-লবন ও সেভেন আপ মিশিয়ে আমরা ভদকা খেলাম। বাইরে আষাঢ়ের তুমুল বৃষ্টি। নেশায় চুর আমরা বাসার ছাদে উঠে বৃষ্টিতে ভিজতে লাগলাম। 

এই স্বপ্নদৃশ্যের কথা যখন তাকে ইনবক্স করছিলাম তখনই সুবর্ণা চ্যাটার্জির মেসেজ, কেমন আছেন? 

ভালো। আপনি? 

ভালো কি আর থাকা যায়? যা শীত মাইরি! 

কেন? তিনি নেই? 

থাকবে না কেন? 

তাকে জড়িয়ে ধরে ঘুমান। উত্তাপ পাবেন। 

হা হা হা। 

আপনার হাসিটা সুন্দর। 

মিথ্যে কথা। আমার হাসি কি আপনি দেখতে পাচ্ছেন? 

মনের চোখে পাচ্ছি। 

তাই? বেশ তো মন ভুলানো কথা বলতে পারেন। 

শাড়িপরা ছবিটাতে খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। 

খুব? 

একেবারে ঐশ্বরিয়ার মতো। না না, ঐশ্বরিয়াও আপনার কাছে তুচ্ছ। ঈশ্বর তার নিপুণ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। পুরাণের দেবী সরস্বতীও সম্ভবত আপনার মতো সুন্দরী ছিলেন। 

কী সাংঘাতিক কথা! আপনার চোখে সমস্যা নেই তো? আমার রূপের এত প্রশংসা ঠিক বিশ্বাস হচ্ছে না। সুন্দরী কি আমাকে সত্যি বলা যায়? 

আমার দেখা সুন্দরীদের মধ্যে আপনি অন্যতম। 

ছবি দেখে কি সব বোঝা যায়? 

কেন যাবে না? ছবিটা দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। চোখ দুটোর দিকে একবার তাকালে চোখ ফেরাতে ইচ্ছে করবে না। 

হায় ভগবান! আপনার চোখ ঠিক আছে তো? 

একদম ঠিক। সত্যি আপনার রূপে আমি অভিভূত। কী অপার সুন্দরের আধার আপনি! প্রকৃতির অপূর্ব সৃষ্টি মানুষ এমন সুন্দর হতে পারে আপনাকে দেখেই জানলাম। 

রাখুন তো! ঘুমাবেন না? 

একাকী ঘুমাতে ইচ্ছে করছে না। 

আমি আসব? 

তুমি থাক সিন্ধুপারে...। 

আপনি চলে আসুন আমার দেশে। উত্তাপ দেব। 

কম্বলের, না বুকের? 

হা হা হা। আসুন তো আগে, তারপর দেখা যাবে। 

সেই শুরু। তারপর রোজ মধ্যরাতে তার সঙ্গে চ্যাট করাটা অভ্যাসে পরিণত হলো। রাত দেড়টা-দুটো বেজে যায়, চ্যাটিং চলতেই থাকে, ঘুমানোর কথা খেয়ালে থাকে না। কত কী কথা হয়। রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, দর্শন, দেশভাগ, এমনকি সেক্স―কোনো কিছুই বাদ যায় না। 

একদিন সে আমাকে পাঠাল কোনো এক চিত্রকরের আঁকা সঙ্গমরত দম্পতির তৈলচিত্রের একটি ছবি। ছবিতে নারীটির গম্বুজের মতো স্তন দেখে মধ্যরাতে উসকে উঠল আমার কামনা। আমি তাকে লিখলাম, এমন ছবি দেখলে কি মাথা ঠিক থাকে? 

চলে আসুন। মাথা ঠিক করে দেব। 

ডানা থাকলে উড়াল দিতাম। 

ভিসা নিয়ে চলে আসুন না। 

দেখা দেবেন তো? 

কেন, এতদিনেও বিশ্বাস হচ্ছে না? 

না, তা বলিনি।...আচ্ছা দেখি, আগামি মাসে ট্রাই করব। আশা করি শিগগির আমাদের দেখা হচ্ছে। 

একটিমাত্র ছবি আমাদের সম্পর্ককে আরো ঘনিষ্ট করে তুলল। এরপর থেকে তার সঙ্গে বেশি চ্যাট হয় নারী-পুরুষের দৈহিক সম্পর্ক নিয়ে। কিভাবে কথার ফাঁদে ফেলে নারীকে বিছানায় নিতে হয় সেই কৌশল তো আমার জানা। কথায় কথায় শুরু হয় ভার্চুয়াল সেক্স। ফেসবুক রেখে ভাইবার অন করে ভিডিও কল দেই। সে আমাকে দেখে, আমি তাকে। কার শরীরের কোথায় তিল, কোথায় জন্মদাগ, কোথায় কত রোম―সব আমরা খুঁটিয়ে দেখি। রাতের পর রাত আমাদের এভাবেই কেটে যায়। 



গ. হোটেল শিবাজি ইন্টারন্যাশনাল 


কলকাতা যাব যাব করেও যাওয়া হচ্ছিল না। আগরতলায় গিয়েছি বহুবার, কলকাতায় একবারও না। এবারের ভিসা মাল্টিপল। পাক্কা এক বছরের। এরই মধ্যে ছয় মাস চলে গেছে। না গেলে ভবিষ্যতে আর ভিসা পাব না। সিদ্ধান্ত নিলাম এবার যাবই। সুবর্ণা কথা দিয়েছে। একসঙ্গে দুজন হোটেলে থাকব। মূলত এই আশাতেই যাওয়ার দিনক্ষণ ঠিক করে ফেলি। ইচ্ছে ছিল ট্রেনে যাব, কিন্তু ভিসা বাই এয়ার/হরিদাসপুর। অগত্যা বাস। ঢাকার কল্যাণপুর থেকে বাস ছাড়ল সকাল সাতটায়। কলকাতা পৌঁছতে লেগে গেল পাক্কা চৌদ্দ ঘণ্টা। এত সময় লাগবে জানলে কে যেত বাসে? হোটেল ঠিক করে রেখেছিল সুবর্ণা, নইলে সারা রাত রাস্তায় কাটাতে হতো। এয়ারপোর্ট থেকে একটা অটো নিয়ে ধর্মতলার হোটেল শিবাজি ইন্টারন্যাশনালে যখন পৌঁছি রাত তখন প্রায় দশটা। ফোনে কথা হলো সুবর্ণার সঙ্গে। আগামি কাল আসবে, জানাল সে। ডিনার করে সুবর্ণার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। 

সুবর্ণা এলো পরদিন দুপুরে। তার বাড়ি উত্তর কলকাতায়। দক্ষিণে খুব একটা আসা হয় না। এবার এসেছে কলেজের একটা ট্রেনিংয়ের কথা বলে। দুদিনের জন্য। তার স্বামীর ব্যাংকের চাকরি। খুব একটা সময় দিতে পারে না তাকে। সুবর্ণা তৈরি করে নিয়েছে একটা নিজস্ব জগত। কলেজ, ফেসবুক, রান্নাবান্না নিয়েই তার জগত। ছবিতে তাকে যেমন দেখেছিলাম বাস্তবে তার চেয়ে সুন্দরী। বয়সের মালিন্য স্পর্শ করতে পারেনি। স্নান সেরে মাথায় তোয়ালে পেঁচিয়ে যখন সে আমার সামনে এলো, ঠিক বিশ্বাস হলো না তার মতো রূপসীর সঙ্গে একই রুমে দুই রাত যাপন করব। আশ্লেষে চুম্বনে সারা বিকেল কাটিয়ে দিলাম আমরা। সন্ধ্যায় হোটেলের বারান্দায় বসে যখন চা খাচ্ছিলাম, সুবর্ণার দৃষ্টি তখন বাগানের দিকে স্থির। ঠিক বোঝা যাচ্ছিল না কী দেখছিল। আমি বললাম, কী ভাবছ? 

ফুলটা দেখে বহুদিন আগের একটি কথা মনে পড়ে গেল। 

কোন ফুলটা? 

তর্জনির ঈশারা করে সে বলল, ঐ যে ছাতিম ফুল। 

তোমাদের বাড়িতে আছে ছাতিমগাছ? 

হ্যাঁ। তবে এখানে নয়, গ্রামের বাড়িতে। 

কোথায় গ্রামের বাড়ি? 

বহুদূর। ত্রিপুরা। 

ত্রিপুরা? ত্রিপুরার কোথায়? 

বিলোনিয়া মহকুমা। 

বিলোনিয়া! 

হ্যাঁ। চেন তুমি? 

আমি খানিকক্ষণ চুপ করে থেকে বললাম, তোমার দাদাবাড়ি ছিল দক্ষিণ অলকানগর? 

হ্যাঁ। আশ্চর্য! তুমি কিভাবে জানো? 

এক মেঘলা রাতে ছাতিমতলায় এক বাংলাদেশী তরুণ তোমার খোঁপায় নাক ডুবিয়ে বলেছিল, তোমার টোল পড়া গালের দিকে তাকিয়ে থেকে আমি এক জীবন কাটিয়ে দিতে পারব। 

সুবর্ণা চমকে উঠল। মুখ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল। 

কে তুমি? সুবর্ণার বুকের গভীর থেকে উঠে আসা জিজ্ঞাসা। 

আমি তোমার চেহারা ভুলে গিয়েছিলাম। ভুলে তো যাওয়ারই কথা। পঁচিশ বছর তো কম সময় নয়। পৃথিবীর কত কিছু বদলে গেছে। তুমিও। শুধু রয়ে গেছে তোমার টোল পড়া গালের সেই অপূর্ব হাসি। কী আশ্চর্য দেখ, ফেসবুক কিভাবে আমাদেরকে ফিরিয়ে নিয়েছে পঁচিশ বছর আগে। 

সুবর্ণার পলক পড়ে না। বিস্ময়ে সে রূদ্ধবাক। চোখ দুটো ঘামতে শুরু করেছে তার। অশ্রু যখন বাঁধ ভাঙছিল, আমাকে জড়িয়ে ধরে সে কাঁদতে শুরু করল। তার মাথাটা বুকে নিয়ে আমি হাত বুলাই। আমিও আর কান্না রুখতে পারলাম কই। বিগলিত অশ্রুতে ভেসে যেতে লাগল সুবর্ণার কাঁধ। আমি তার খোঁপায় নাক ডুবিয়ে দিলাম। বহু বছর পর আমার নাকে ঝাপটা দিল ছাতিম ফুলের মনমাতানো গন্ধ। কিন্তু আমি ঠিক বুঝতে পারি না তার কান্নার কারণ। কেন কাঁদছে সে? ছাতিমতলার সেই মেঘাক্রান্ত সন্ধ্যার জন্য, নাকি পিতৃভূমি অলকানগরের জন্য? 



১৭.০৪.২০১৭

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. "গুপি বাঘা ফিরে এলো" সিনেমায় কাপালিক গুপি বাঘাকে বয়স কমিয়ে দেওয়ার লোভ দেখিয়েছিলো। গায়ে চিমটি কেটে দেখলাম, নোমান সাহেব, অপনার গল্প সত্যিই বয়স কমিয়ে দিলো।

    উত্তরমুছুন