নিজের মনকে শূণ্য করে ফেলি

সৈয়দা আমিনা ফারহিন

১. গল্প লিখতে শুরু করলেন কেন?

---- ছোটবেলা হতে প্রকৃতি খুব টানে আমায়। ডায়েরীতে সেসব লিখে রাখতাম। এর মাঝে একবার সামহোয়াইর ইন ব্লগে ডায়েরীর লেখা পাবলিশ করলাম। তখনকার ইত্তেফাক সাহিত্য সাময়িকীর রাজিব নুর ভাই একদিন তেমন একটা লেখা ইত্তেফাকে ছাপালেন। রাজিব নুর ভাই পরামর্শ দিলেন গল্প লিখতে। ইত্তেফাকে আমার লেখা প্রকাশিত হবার আনন্দে লিখে ফেলেছিলাম কিছু গল্প। এভাবে হাঁটিহাঁটি পায়ে শুরু আমার অল্প অল্প গল্প লেখা।


২. শুরুর লেখাগুলো কেমন ছিল?


---- শুরুর লেখাগুলো রোমান্টিক ছিল বেশ। আনাড়ি লেখা। রাজিব নুর ভাই লেখা পড়ে কড়া সমালোচনা করে বলেছিলেন আমাকে দিয়ে রোমান্টিক লেখা হবে না।

৩. গল্প লেখার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? নিলে সেগুলো কেমন?

----গল্প লেখার জন্য তেমন প্রস্তুতি নেই না। চারপাশের ঘটনাগুলোকে অবলোকন করি। সেখান থেকেই গল্প বেরিয়ে আসে।

৪. আপনার গল্পলেখার কৌশল বা ক্রাফট কি?

---- নিজের মনকে শূণ্য করে ফেলি। জনপদ থেকে জনপদে ঘুরে বেড়াই, প্রকৃতির কাছে চলে যাই। মানুষের কথা শুনি, ওদের চোখের ভাষা, মুখোশের অন্তরালে কথা বলা দেখি। এরপর মন প্রস্তত হয়ে তাড়া দিলে লিখে ফেলি কিছু একটা।

৫. আপনার নিজের গল্প বিষয়ে আপনার নিজের বিবেচনা কি কি?

--- একবার পড়ে দ্বিতীয়বার আর পড়তে পারি না।

৬. আপনার আদর্শ গল্পকার কে কে? কেনো তাঁদেরকে আদর্শ মনে করেন?

--- Henry Rider Haggard. ওনার গল্পে প্রকৃতি এত প্রাচীন আর অকৃত্রিম আসে, মনে হয় পৃথিবী ঘুরে না দেখলে জীবনে অনেক কিছুর অপূর্ণতা রয়ে যাবে।

৭. কার জন্য গল্প লেখেন? আপনি কি পাঠকের কথা মাথায় রেখে লেখেন? লিখলে কেনো লেখেন? আর যদি পাঠকের কথা মনে না রেখে লেখেন তাহলে কেনো পাঠককে মনে রাখেন না লেখার সময়ে?

--- মনের আনন্দে কিংবা মনের দুঃখে লিখি। নিজের জন্য লিখি। কারো কথা মাথায় থাকে না।

একটা সময় বুড়ো হয়ে নিজের জীবনটা কেমন ছিল, সেটা দেখবার জন্যেই লিখি। তাই কারো কথা মনে থাকে না তখন। আর কেউ যদি আমার লেখা পড়ে আনন্দ পায় সেটা ভালো লাগে।

৮. এখন কি লিখছেন?

--- দু' যুগের দু'টা প্রেম কাহিনী এবং তার সাথে ইতিহাস ও রাজনীতি নিয়ে লিখছি "মনোময় যে বাঁশরী"

৯. আগামী কি লিখবেন?

---- পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগনের জীবন - আচার- আচরণ নিয়ে লেখার খুব ইচ্ছে আছে। আপাততঃ তাতেই মনোনিবেশ করছি।



লেখক পরিচিতি
সৈয়দা আমিনা ফারহিন

বেড়ে ওঠা চট্টগ্রামে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে এল এল. বি. (স্নাতক) এবং এল এল. এম. ।
অন্তর্জালে লেখেন। ছবি তোলেন। 

বর্তমান নিবাসঃ বান্দরবান।
বিচার বিভাগে কর্মরত।

গল্পপাঠে প্রকাশিত এই লেখকের সকল লেখা পড়ুন নিচের লিঙ্কে ক্লিক করে--
লিঙ্ক

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ