মাহবুব আজাদ
১. গল্প পড়তে পড়তে গল্প লেখার ইচ্ছা হয়েছিলো।
২. শুরুর লেখাগুলো আড়ষ্ট ছিলো।
৩. লেখার প্রস্তুতি পড়া। প্রচুর পড়া।
৪. উল্লেখযোগ্য কোনো কৌশল নেই।
৫. গল্পের নতুন ছাঁচ প্রণয়ন করতে হবে, নাহলে পুনরাবৃত্তিপ্রবণ হয়ে যাবো।
৬. নাম বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ আর রাজশেখর বসু দু'জন উদাহরণমাত্র।
৭. নিজের জন্য লিখি, যাতে চর্চার অভাবে প্রকাশে জং না ধরে। পাঠকের কথা অবচেতনে মাথায় থাকে, তাদের সঙ্গে গল্পের যোগাযোগের কথা ভেবে।
৮. কয়েকটি বড় গল্প লিখছি এখন।
৯. শিশুদের জন্যে ফ্যান্টাসিনির্ভর গল্প লিখবো ভবিষ্যতে।
______________________________________________________________________
মাহবুব আজাদের একটি দীর্ঘ সাক্ষাৎকার পড়ুন--
লিঙ্ক
______________________________________________________________________

লেখক পরিচিতি
মাহবুব আজাদ
তরুণ বাংলাদেশী লেখক মাহবুব আজাদ। বাংলা ব্লগের জগতে হিমু নামেই অধিক পরিচিত। পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা। অধুনা সার্কাস্টিক লেখায় তিনি অদ্বিতীয়। ম্যাগনাম ওপাস তার প্রথম গল্পের বই। এই বইটির জন্য তিনি সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন।
গল্পপাঠে প্রকাশিত মাহবুব আজাদের অন্যান্য লেখা পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন--
লিঙ্ক
______________________________________________________________________
মাহবুব আজাদের একটি দীর্ঘ সাক্ষাৎকার পড়ুন--
লিঙ্ক
______________________________________________________________________

লেখক পরিচিতি
মাহবুব আজাদ
তরুণ বাংলাদেশী লেখক মাহবুব আজাদ। বাংলা ব্লগের জগতে হিমু নামেই অধিক পরিচিত। পেশায় তড়িৎপ্রকৌশলী, নেশা বই পড়া, গান গাওয়া আর শোনা। অধুনা সার্কাস্টিক লেখায় তিনি অদ্বিতীয়। ম্যাগনাম ওপাস তার প্রথম গল্পের বই। এই বইটির জন্য তিনি সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন।

লিঙ্ক
0 মন্তব্যসমূহ