
নিজের বই নিয়ে তিনি লিখেছেন--
এর আগে আমার চারটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে। 'বুনো বলেশ্বরী' প্রকাশ করেছিল পাঠসূত্র ২০০৮ সালে। বইটির প্রচ্ছদ করেছিলেন শিল্পী মোবাশ্বির আলম মজুমদার। 'বুনো বলেশ্বরী' বইটিতে মোট নয়টি গল্প। আমি গ্রামের ছেলে। প্রথম গল্পের বইয়ে গ্রামের গল্পই বেশি। আমার গল্পের সঙ্গে পরিচিত হবার জন্য প্রথমে আমার যে কোনো একটি গল্পের বই পড়ার জন্য পাঠকের প্রতি অনুরোধ রইল। পাঠক যদি মনে করেন, আমার গল্প তার ভালো লেগেছে, তাহলে আমার অন্য গল্পের বইগুলো পাঠক নিজেই সংগ্রহ করবেন। আর যদি পাঠক মনে করেন, আমার গল্প কোনো গল্পই না, তাহলে আমার দুর্বলতাগুলো কি, তা যদি দয়া করে আমাকে জানাতে পারেন, খুব ভালো হয়। কিন্তু আমি একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে, যদি কোনো পাঠক প্রচলিত গল্পের বাইরে ভিন্ন স্বাদের গল্প পড়তে চান, তাহলে আমার গল্প তার ভালো লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
২০১০ সালে প্রকাশিত হয় আমার দ্বিতীয় গল্প সংকলন 'সোনার কঙ্কাল'। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ঝন্টু যোগী। বইটি প্রকাশ করেছে বিবর্তন প্রকাশন। বইটিতে মোট নয়টি গল্প। 'সোনার কঙ্কাল' গল্পটি যিনি পড়বেন, তিনি আমার অন্য গল্পগুলো পড়ার জন্য আগ্রহী হবেন, এটা আমি হলপ করেই বলতে পারি। গল্পে বালক অনির্বাণ মায়ের লাশ চুরি করে চুরি বিদ্যায় হাতেখড়ি নেয়।
আমার তৃতীয় গল্প সংকলন 'সাধুসংঘ'। বইটির প্রচ্ছদ করা হয়েছে মাইকেল অ্যাঞ্জেলো'র মোসেস অবলম্বনে। বইটিতে মোট নয়টি গল্প। বইটি প্রকাশ করেছে আল-আমিন প্রকাশন। 'গান গল্প উদ্যান অথবা সাধুসংঘ' গল্পটি যারা পড়বেন, তারা সোহরাওয়ার্দি উদ্যানের ইতিহাসের সঙ্গে নিশ্চিত নতুনভাবে পরিচিত হবেন।
আমার চতুর্থ গল্প সংকলন 'ভূমিপুত্র'। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু। বইটিতে মোট সাতটি গল্প। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ ২০১৩ সালে। যারা গল্পে নতুত্বের স্বাদ পেতে চান, তাদের এই গল্পগুলো ভালো লাগবে। 'ডিজিটাল গোরস্তান' নামে একটা গল্প আছে বইয়ে। এই গল্প পাঠককে গল্পের নতুন মোড়কের সঙ্গে পরিচিত করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। আর যারা অতি প্রাকৃত গল্প পড়তে ভালোবাসেন তাদের জন্য 'সুনামি' নামে একটা গল্প আছে। মৃত ব্যক্তির সাক্ষাৎকার কিভাবে নেওয়া যায়? যদি কেউ মৃত ব্যক্তির সাক্ষাৎকার নিতে চান, তাদের অবশ্য পাঠ্য এই বইয়ের 'সাক্ষাৎকার' গল্পটি।

আমার সমালোচনা সংকলন 'শূন্য দশমিক শূন্য'। বইটির প্রচ্ছদ করা হয়েছে অ্যান্টনিও কানোভা'র কুপিড কিস অবলম্বনে। বইটি প্রকাশ করেছে আল-আমিন প্রকাশন ২০১১ সালে। বইটির বৈশিষ্ট্য হল, এই বইয়ে অনেক বইয়ের সমালোচনা যেমন আছে, তেমনি আছে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনার আলোকপাত। আছে জীবনের সংগ্রাম, চড়াই-উৎরাই, নানান ঘটনার অনুপুঙ্খ বয়ান। জীবনের অভিজ্ঞতাই সমালোচনার আলোকে এই বইয়ে গদ্যের আকারে সাজিয়েছি। যারা টুইন টাওয়ার ধ্বংসের সত্যিকারের ইতিহাস জানতে চান, তাদের আমার এই বইটি পড়তে হবে।
আমার শিশুতোষ গল্প সংকলন 'গপ্পো টপ্পো না সত্যি'। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী কিবরিয়া শাহীন। বইটি প্রকাশ করেছে জয়তী পাবিলকেসান্স ২০১১ সালে। বইটির সকল চরিত্র বাস্তবে বড় হচ্ছে। গল্পের চরিত্রগুলো আমার বন্ধুবান্ধবদের ছেলেমেয়ে-ভাইপো-ভাতিজা। এই লিলিপুট বাহিনী নানান ধরনের ঘটনা ঘটায়। একটার পর একটা দুর্ধর্ষ ঘটনা ঘটিয়ে এরা এখন রীতিমত সবাই হিরো। বইয়ে এদের অনেকের ছবিও আছে। এদের নিয়ে দৈনিক সমকালে নিয়মিত গল্প লিখতাম 'ঘাস-ফড়িং' পাতায়। সেই গল্পগুলো'র সংকলন 'গপ্পো টপ্পো না সত্যি'।
সবকিছুর পরে আমি ছোটগল্পেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ অনুভব করি। তাই পাঠককে আমার গল্প পড়ার জন্য অনুরোধ করি। আমি নিশ্চিত যারা আমার একটি গল্পের বই পড়বেন, তারা নিজ গরজে আমার অন্য গল্পের বইগুলো সংগ্রহ করবেন। নইলে আর পঁচিশ বছর ধরে কি লিখি!!!!
0 মন্তব্যসমূহ