অনিল ঘোষের দুটি বই : নভেলা ও নাট্য সংকলন

জন্ম উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট শহরে, নদীর তীরে। সেখানেই বসবাস, পড়াশোনা। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ। বাঁধাধরা চাকরির পথ ছেড়ে প্রায় বাউণ্ডুলে জীবনযাপন। কখনও টিউশানি, কখনও সাংবাদিকতা। বর্তমানে কলকাতার প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত।
পরিচয় পত্রিকার দপ্তর সম্পাদক। সম্পাদিত পত্রিকা ইছামতী বিদ্যাধরী। 

লেখালেখির সূত্রপাত স্কুল থেকে। এ পর্যন্ত গল্প-উপন্যাস-নাটক ও অন্যান্য রচনা মিলিয়ে তেরোটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য গ্রন্থ-- রণক্ষেত্র, চারাগাছ ও অন্যান্য গল্প, নিউ জার্সির ফোন,মহাযুদ্ধের পটভূমি (গল্প সংকলন), প্রান্তরের গান (উপন্যাস), নির্বচিত নাটক (নাটক), অকিঞ্চন কথামালা (কবিতা), শ্রেষ্ঠ শিখা, বিষয় বসিরহাট (সম্পাদনা) প্রভৃতি।
২০০৭ সালে ছোটোগল্পের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষৎ প্রদত্ত ইলা চন্দ স্মৃতি পুরস্কার প্রাপক।

 গল্পকার, উপন্যাসিক, নাট্যকার ও সম্পাদক অনিল ঘোষের দুটি বই প্রকাশিত হয়েছে ২০১৪ সালের কলকাতার বইমেলায়। একটি ৩ নভেলা ৬ গল্প এবং অন্যটি ৯ নাটক সংকলন। প্রকাশক সোপান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ