২০১৫ সালে কি কি গল্প লিখতে চেয়েছিলেন? লেখালেখির কি কোনো পরিকল্পনা করেছিলেন?
অদ্বয় দত্ত : ১
২০১৫ সালে ছোটগল্প লেখার পরিকল্পনা একরকম ছিলই না। ছোটগল্পের ভাবনা আমার কাছে অনেকটা কবিতার মতো—হঠাৎ করে এসে ধরা দেয়। গত বছরও বেশ কিছু গল্পসূত্র মাথার ভেতরে ঘুরঘুর করেছে। তার কয়েকটা খসড়া করে রেখেছে। ঠিক করে সাজানো হয়নি। এর কিছুটা সময়ের অভাবে, কিছুটা অন্য একটি জটিল কাজে অনেক বেশি ব্যস্ত থাকার জন্য।
গল্পপাঠ ২.
কি কি লিখেছেন?
অদ্বয় দত্ত : ২
তিনটে ছোটগল্পের খসড়া করা আছে। তবে ৭/৮টা অণুগল্প লিখেছি, যা ছাপা হয়েছে দৈনিক ইত্তেফাকে।
গল্পপাঠ ৩.
যা লিখতে চেয়েছিলেন সেগুলো কি লিখতে পেরেছিলেন?
অদ্বয় দত্ত : ৩
যা লিখতে চেয়েছি, তা লিখতে পারিনি বলেই খসড়া গল্পগুলো গল্পসূত্র হয়ে আছে, গল্পের রূপ দিতে পারিনি।
গল্পপাঠ ৪.
যেভাবে লিখতে চেয়েছিলেন সেভাবে কি লেখাগুলো লিখতে পেরেছেন?
অদ্বয় দত্ত : ৪
অণুগল্পগুলো যেভাবে লিখতে চেয়েছি, সেভাবে মোটামুটি পেরেছি। তবে ছোটগল্প নিয়ে যতটা একাত্ম হয়ে লেখা প্রয়োজন, সেই ধ্যানস্থ হওয়ার সময় পাইনি গত বছর। যে কারণে, যেভাবে লিখতে চেয়েছি, সেভাবে লিখতে পারিনি।
গল্পপাঠ ৫.
সে লেখাগুলো কি নিয়ে কি আপনি তৃপ্ত?
অদ্বয় দত্ত :৫
অণুগল্পগুলো নিয়ে মোটামুটি তৃপ্ত। তবে আমার মূল ক্ষেত্র ছোটগল্প। সেখানে আমি ভীষণ সতর্ক থাকার চেষ্টা করি। তাই তৃপ্তিরও সুযোগ খুব কম।
গল্পপাঠ ৬.
২০১৬ সালে আপনার লেখালেখির পরিকল্পনা কি? কি কি লিখবেন বলে মনে করছেন?
অদ্বয় দত্ত : ৬
গত বছর আমার যাবতীয় সময় কেড়ে নিয়েছে আমার প্রথম পরিচালিত একটি অফবিট চলচ্চিত্র নির্মাণের কাজ। সে কারণে কোনো পরিকল্পনারও সুযোগ ছিল না। তবে ছোটগল্প লেখার ক্ষেত্রে আমার কখনই কোনো পরিকল্পনা থাকে না। একটি প্রাচীন পটভূমি উপন্যাস লেখা নিয়ে জটিল পরিকল্পনা আছে। সেটা গত দশ বছরে দুই দফা আড়াই শ’ পৃষ্ঠা খসড়া লিখেও বাতিল করেছি।
গল্পপাঠ : ৭.
কীভাবে লিখবেন? লেখার জন্য আপনি কি ধরনের প্রস্তুতি নেবেন বলে মনে করছেন?
অদ্বয় দত্ত : ৭
লেখাটা সার্বক্ষণিক ধ্যানের মতো। লেখার চরিত্রগুলো চলতে-ফিরতে-ঘুরতে, অফিস করার ফাঁকে আমার সঙ্গে নিরন্তর কথা বলে যায়। চরিত্রগুলো আমার সঙ্গে কথা বলতে বলতে নিজেকে তৈরি করে নেয়। এটাই প্রস্তুতি।
গল্পপাঠ : ৮.
আগামী লেখাগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন? কী ধরনের পরিবর্তন আনতে বলে মনে করেন?
অদ্বয় দত্ত : ৮
আমি সাধারণত প্রতিটি লেখায় নতুন ধরনের পটভূমি/ বিষয় বেছে নিই। পটভূমি বা বিষয়টাই আমার গদ্যরীতি ঠিক করে দেয়। গদ্যরীতিকে আরও প্রাঞ্জল ও বিষয়-অনুযায়ী এর বৈচিত্র্যরূপ আরও বেশি দিতে চাই।
গল্পপাঠ :
আপনাকে ধন্যবাদ।
অদ্বয় দত্ত :
আপনাদেরকেও ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ