জয়দীপ দে : ২০১৫ সালে কী লিখেছি, ২০১৬ সালে কী লিখব।



গল্পপাঠ : ১. 
২০১৫ সালে কি কি গল্প লিখতে চেয়েছিলেন? লেখালেখির কি কোনো পরিকল্পনা করেছিলেন?

জয়দীপ দে : ১
একটা গল্প অনেকদিন ধরে লেখার চেষ্টা করছি। হয়ত বোধ-বুদ্ধি হওয়ার পর থেকেই। সেই গল্পটা এবারও লেখা হলো না। আমি যে মাটিতে বড়ো হয়েছি; গল্পটা সেই মাটির । আমার প্রিয় শহর চট্টগ্রামকে ঘিরে। রেললাইনের চকচকে পাতগুলোকে ঘিরে। বিশ্বাসঘাতক ত্রিপুরা রাজার সেনাদের কাছে ধাওয়া খাওয়া সিপাহী বিদ্রোহের ভগ্নহৃদয়ের সেই সৈনিকদের নিয়ে। কই আর পারলাম।



গল্পপাঠ : ২
কি কি লিখেছেন? 

জয়দীপ দে : ২
বেশ কয়েকটি ছোট গল্প লিখেছি। বিভিন্ন খানে ছাপাও হয়েছে প্রচুর। কিন্তু অতৃপ্তি রয়ে গেলো। যে গল্পটা লেখার জন্য এতো গল্প লেখা সেটাই যেন লেখা হলো না। আজেবাজে আলাপেই সময় কাটল। এ বছর লেখা গল্পের তালিকা- • কাগজের কফিন, কালি ও কলম ছেপেছে • মাতৃক্রোড়, প্রথম আলো ছেপেছে • পাথর, প্রথম আলো ছেপেছে • পিপড়া ও সাহিত্য সভা, শব্দঘর ছেপেছে • শিকার, গল্পপাঠ প্রকাশ করেছে • দুরন্ত হাওয়ার বিকেল, পরস্পর প্রকাশ করেছে • স্বপ্নবাজি, অতঃপর- , শব্দঘর ছেপেছে ।


গল্পপাঠ ৩. 
যা লিখতে চেয়েছিলেন সেগুলো কি লিখতে পেরেছিলেন? 

জয়দীপ দে : ৩ 
সে কথা তো আগেই লিখেছি; হলো না।


গল্পপাঠ ৪. 
যেভাবে লিখতে চেয়েছিলেন সেভাবে কি লেখাগুলো লিখতে পেরেছেন? 

জয়দীপ দে : ৪
না, সেভাবে তো পারিনি। 


গল্পপাঠ : ৫. 
২০১৬ সালে আপনার লেখালেখির পরিকল্পনা কি? কি কি লিখবেন বলে মনে করছেন? 

জয়দীপ দে : ৫ 
ইতিহাসাশ্রিত কিছু কাজ করার ইচ্ছে আছে। দেখা যাক। পেশাগত ব্যস্ততায় এই মুহূর্তে ত্রাহি ত্রাহি দশা। একটু ফুসরত পেলেই ঝাঁপিয়ে পড়ব।।



গল্পপাঠ : ৬. 
কিভাবে লিখবেন? লেখার জন্য আপনি কি ধরনের প্রস্তুতি নেবেন বলে মনে করছেন? 

জয়দীপ দে : ৬
ইতিহাসাশ্রিত লেখার জন্য রেফারেন্স খুব জরুরি। আরো জরুরি ঘটনাস্থলকে ভালো করে আয়ত্তে আনা। সেই চেষ্টা থাকবে।


গল্পপাঠ ৭. 
আগামী লেখাগুলোর মধ্যে কি কোনো পরিবর্তন আনার কথা ভাবছেন? কী ধরনের পরিবর্তন আনতে বলে মনে করেন?

জয়দীপ দে : ৭
আমি প্রতিটি গল্পেই চাই আগের গল্পের ছায়াটুকুনও যেন না থাকে। পারি না; সে আমার ব্যর্থতা। তবে চেষ্টাটা অটুট থাকবে। গদ্যভাষ্যে কিছু পরিবর্তন আনার ইচ্ছে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ