ওয়ান্ডার ল্যান্ড

লুতফুন নাহার লতা

'ওয়ান্ডারল্যান্ড' শব্দটি আমার খুব প্রিয়, এই শব্দের কাছে নীল প্রজাপতি হয়ে উড়তে থাকি। আর 'স্নো ওয়ান্ডারল্যান্ড' যদি পাই, তবে তো আমি সেই তুষার সাদা পরির ডানা দুটোই পেয়ে যাই হাতে।

স্বপ্নে পরির দেশে গেছি অনেকবার। মায়ের কাছে আমপারা হাতে নিয়ে বসে, আল্লা এবং নবীর গল্প শুনেছি অনেক। বেহেশ্ত নামে ফুলের বাগানে থরে থরে ফুটে আছে ফুল আর তার মধ্যে নানান কিসিমের পুতুল টাইপের ডানাওয়ালা পরিরা উড়ে বেড়াচ্ছে। তারা কেবল আঙ্গুর আর আনার খায়। (এই দুটি ফল আমার বিশেষ প্রিয়) বেহেস্তের গল্প বলার সময় মা কেন ডালিমকে আনার বলত তা বুঝতে পারতাম না। অজানা অচেনা সেই সব গল্প বলার সময় আমার মা কেমন কুয়াশায় ঢেকে ঢেকে যেতেন, কেমন অচেনা আর আবছায়া হয়ে উঠতেন। কেন! সে এক বিস্ময়! আমিও বুঝতে পারতাম, যে গলপ মা বলছে, তা নিজেও সে কোনদিন চোখে দেখেনি। সত্যি কি মিথ্যে তা সে জানেনা, তবু কি অদ্ভুত ভালোবাসায়, অন্ধ আবেগে মার চোখ ভরে আসত জলে। বিশ্বাস এমন এক অন্ধ আফিম, মানুষ তার তল খুঁজে পায় না, খুঁজতে চায়ও না।

তো সেই ওয়ান্ডারল্যান্ড আমার জীবনে আর আসেনি। আমরা বড় হয়েছি খুব অল্প পেয়ে। খেলার পুতুল, জামা, জুতো, চুড়ি, ফিতে, ব্যাগ, ইচ্ছে মতন পড়ার বই, খাতা পেন্সিল সবই ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম। আবার পরিবারে ছেলেদের যদিও বা কিছুটা ইচ্ছে পূরণ হত, মেয়েদের তাও নয়। বাড়ীর ছেলেটিকে খেলার ব্যাডমিন্টন, বল বা বাইক কিনে দিলেও মেয়েটিকে কিন্তু অত পয়সা খরচ করে একটি দামী পুতুল বা ছেলেদের মত একটি বাইক কিনে দেয়া হত না। তো সেই আমার অল্প পাওয়া বেড়ে ওঠা মেয়ে বেলায় একটি স্বপ্ন আমাকে নিয়ে যেত সেই ওয়ান্ডারল্যান্ডে। মনে হত একদিন খুব নিশুতি রাতে হিমালয়ের সবচেয়ে উপরে দাঁড়িয়ে যদি দেখতে পেতাম পৃথিবীটাকে তবে সেই হত আমার ওয়ান্ডারল্যান্ড! মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে এক নিশি কুহক ডেকে গেছে আমায় চিরদিন! সে ডাকে আমি আজো জেগে উঠি এক আকুল শূন্যতা নিয়ে। ইচ্ছে হয় সুন্দর বনের অরণ্যে গভীর রাতে গাছের উপর একা বসে থেকে যদি দেখতে পেতাম সুন্দরবনের সেই রূপ! কিম্বা নর্থ পোলে যখন তুষারাবৃত সাগর আর পাহাড়ের গা বেয়ে লাখে লাখে মা পেংগুইন হেঁটে যায় ডিম দেবার পরে কিছুদিনের জন্যে স্বাস্থ্য উদ্ধারে, বাবার বুকের তলায় ডিম রেখে যায় আর বাবারা বুকের উষ্ণতায় ফুটিয়ে তোলে তার আগামী সন্তানের জীবন, যদি কাছ থেকে দেখতে পেতাম, সেই হত আমার সত্যিকারের ওয়ান্ডারল্যান্ড। এমনি করে কত ইচ্ছে, কত স্বপ্ন মনের ভেতরে জেগে জেগে চোখ মেলে আছে অনির্বাণ, আমি ঘুমুতে পারিনা।

১৯৯৫/৯৬ এর দিকে একটি নাটকের শুটিং এ সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিলাম, সেই রাতে আকাশ থেকে যেন জ্যোৎস্নার প্লাবন নেমেছিল। কাছাকাছি ছেঁড়া দ্বীপে সারাদিন কাজের পরে সেন্ট মার্টিনে ফিরে এসেছি। ভরা পূর্ণিমার ডাকে, সমুদ্রের বুক ভাঙা উত্তাল তরঙ্গ পেরিয়ে সেরাতে আমরা পড়ে গেলাম এক সমুদ্রঝড়ে। টেকনাফে ফেরা হল না আমাদের। মধ্য সমুদ্রে এসে আবার সেন্ট মার্টিনে ফিরে গেল নাটকের পুরো ইউনিট। চায়ের জল ফুটছে দোকানের কেতলিতে আমরা বসে আছি স্থানীয় একমাত্র প্রাথমিক স্কুলের হেডমাস্টারের বাড়ীর উঠোনের বাতাবিলেবু গাছের নীচে। রাস্তার ধারে চালা ঘরের ভাতের দোকানে আমাদের জন্যে মুরগীর ঝোল রান্না হচ্ছে, সেই ঝোলের সুগন্ধ ছড়িয়ে পড়েছে বাতাবিলেবু গাছের তলায়, নারকেল গাছের ছায়ায় ছায়ায়, বাড়ির সামনে জাল মেলে দেয়া উঠোনের চারিদিকে।

টিমটিমে হারিকেন আর কুপি বাতির আলো আধারীর গা ছম ছমে অবস্থাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে চাঁদের আলো। আমরা বেশ কয়েকজন হেঁটে হেঁটে লেখক হুমায়ুন আহমেদের বাড়ীর সামনের প্রবাল দ্বীপে এসে বসেছি। জলে স্থলে আকাশে মাটিতে মাখামখি আলো। ঝিনুকের মত ঝিকিমিকি অসামান্য এক রাত। শংকর শাঁওজাল দা গান ধরেছেন -আনন্দ লোকে মঙ্গলআলোকে বিরাজো সত্য সুন্দর-----

সেই যে প্রাণ উজাড় করা জীবনের শ্রেষ্ঠ প্রার্থনা , তা আমাদের আমূল ভাসিয়ে নিয়েছিল আকাশ আর সাগরের মিলিত মোহনায়। সেই নৈসর্গিক সৌন্দর্য, সেই মুগ্ধ বিস্ময়, সেই মোহময় ক্ষনে জলের উপর পা ভাসিয়ে পৃথিবীর বুকের উপর সাগরের আছড়ে পড়া দেখেছিলাম সেই তো আমার ওয়ান্ডারল্যান্ড।

আমার মায়ের এক কাজিন এসেছিলেন আমেরিকায় ১৯৬৫ সালের দিকে পড়াশুনা করতে, জন্মের পরে তাঁকে একরকম দেখিইনি বলা যায়। আমেরিকার কালো মানুষের ইতিহাসে ১৯৬০ এর দিকটা একটি উল্লেখযোগ্য সময়। এসময়ে আমেরিকার শ্বেতাঙ্গরা কালো কালো মানুষগুলোকে, মানুষের মর্যাদা দিতে শুরু করেছে। কালোদের পক্ষে আইন প্রণয়ন হচ্ছে। স্কুল গুলোতে ডিসেগ্রিগেশান শুরু হয়েছে। রুবি ব্রীজেস নামে বছর ছ'য়েকের এক কালো মেয়েকে সবার সাথে একই স্কুলে যেতে অনুমতি দিয়েছে কোর্ট। সাদা রেসিস্টদের বাঁধার মুখে রাষ্ট্র তাকে পুলিশ প্রোটেকশানে স্কুলে আনা নেওয়া করত। আস্তে আস্তে কালো ছেলেমেয়েরা পুলিশ প্রোটেকশন ছাড়াই সাদাদের সাথে ইন্টিগ্রেটেড স্কুলে যেতে শুরু করেছে। নিউইয়র্কের হার্লেম রেনেসাঁস এর পর, কালোদের অধিকার আদায়ের শপথ দাবানল হয়ে জ্বলছে। তৈরি হচ্ছে রাস্তাঘাট, হাইওয়ে, হাইরাইজ বিল্ডিং, আমেরিকাতে সে এক অসাধারণ পজেটিভ পরিবর্তনের সময়। এক মহা কর্মযজ্ঞের সময়। এই সময়কালটি ছিল এক আঁধার পেরিয়ে আলো জয়ের উৎসব। তো সেই সময় আমেরিকা এক ওয়ান্ডারল্যান্ড আমার কাছে।

এরই ভিতরে আমার সেই মামা পড়াশুনা শেষ করে দেশে ফেরার সময়ে উপহার হিসেবে আমার বাবার জন্যে নিয়েছিলেন একটি রূপোর সিগারেট ছাইদানি। তার গায়ে খোদাই করা একশ'তলা এম্পায়ার এস্টেট বিল্ডিং! তখন তো আর হাতের কাছে গুগল ছিল না, কারো কাছে গল্পের মত করে ইনফরমেশান গুলো শুনতাম, আর যা শুনতাম তা মনের ভেতর ছবি এঁকে দিত। এম্পায়ার এস্টেট বিল্ডিং! কত তলা, মামা সেখানে উঠেছ কিনা, দেখতে কেমন, উপরে উঠে ভয় করে না! আর স্নো! সে কেমন দেখতে! চারিদিকে সাদা হয়ে যায়! ঘর বাড়ি সব ঢাকা পড়ে যায়! বল কি! তোমরা ফ্রিজের ভেতরে থাকো! কত যে প্রশ্ন। মামা ফিরে এলেন কিন্তু সেই স্নো দেখার স্বপ্ন আমার দু'চোখে আঁকা হয়ে রইলো।

কত কত দিন যে আমার মা গোলাম আলী মামার দেয়া সেই রূপোর ছাইদানি তার সোকেসে সাজিয়ে রেখেছিলো! খুঁজলে আজো হয়ত মায়ের আলমারিতে তা পাব। মামার কাছে শুনেছিলাম স্নো কি জিনিষ! আকাশ থেকে ঝিরি ঝিরি সাদা স্নোর পাউডার পড়তে থাকে, আবার কখনো তা বেশ হালকা চালে কাগজের টুকরোর মত হাওয়ায় ভেসে ভেসে নামে। তারপর চারিদিক সাদা, গাছপালা ঘরবাড়ী সব ঢাকা পড়ে থাকে সাদা বরফের তলায়। কি অসামান্য সেই শুভ্রতা!

বিশ্ববিদ্যালয়ের বন্ধু সতীর্থ বাবলু যখন তখন কাগজের ঠোঙ্গায় ছবি এঁকে দিত। ইংরেজি বিভাগের ছাত্রী বন্ধু লিপির কোঁকড়া চুল সে এঁকে ফেলত দ্রুত কলমের টানে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সব আম গাছ জানে বাবলু যখন লিপির কোঁকড়া চুলের উপর ঝিক ঝিকে বরফের কুচি এঁকে দিত, আমি তখন ঝালমুড়ির ঠোঙা এগিয়ে দিয়ে বলতাম , আমার স্ট্রেইট চুলে যদি বরফের কুচি আঁকতে পারিস তবেই তুই রিয়েল চিত্রশিল্পী! বন্ধুরা ক্লাসের ফাঁকে ফাঁকে একসাথে বসে সেই অকারণ হাসি, অকারণ আনন্দে মেতে থাকার সময়েও মনে হত সত্যিই তো স্নো পড়া যদি দেখতে পারতাম! 

যখন আমেরিকায় আসি বেমালুম ভুলে রইলাম, যে দেশে যাচ্ছি সেখানে তুষারপাত হয়, ঘন তুষারপাতে কখনো কখনো জীবনহানিও ঘটে। এসেছিলাম সামারে, কিন্তু অক্টোবরের শুরুতে যখন শীত এলো হাড় কাঁপিয়ে, তখনি বুঝতে পারলাম শীত কাকে বলে! ডিসেম্বরে যখন শুরু হল স্নো! ওহ সেকি আনন্দ , সেকি মুগ্ধ বিস্ময়!

সেই থেকে স্নো পড়লেই জানালা দখল করে বসি। সারাদিন সারারাত অনায়াসে চেয়ে চেয়ে দেখতে পারি পেজা তুলোর মত ঝরছে স্নো! আর যখন চারিদিক ঢেকে যায় ফেরেশতাদের পাতানো দুধ সাদা চাদরে, পাতাঝরা বৃক্ষেরা শূন্য ডালে বরফের ফুল ফুটিয়ে দেয়, আমি আনন্দে উচ্ছ্বাসে বেরিয়ে পড়ি গাড়ী নিয়ে। ধীরে ধীরে ঘুরে বেড়াই যতদূর চোখ যায়! বিষ্ময়ের ঘোরের ভিতর মায়ের সুরেলা কন্ঠের কোরান তেলাওয়াত শুনতে পাই যেন! সারা পৃথিবী কেমন নরম সাদা মোমের মত গলে গলে ঝরে! মনে মনে বলি এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড আজ আমার একান্ত স্নো ওয়ানডারল্যান্ড!!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ