১. গল্পপাঠ কথাসাহিত্যের অন্তরসূত্র।
২. এখানে পুরনো লেখক, নতুন লেখক, পাঠক, আলোচক, সমালোচক, ভাবুক--যে কেউই লেখা পাঠাতে পারেন।
৩. পূর্বে প্রকাশিত লেখাও দিতে পারেন। তবে যে লেখাটিকে আপনি সেরা মনে করেন সেটাই দেবেন।
৪. মৌলিক গল্প, অনুবাদ গল্প, গল্প বিষয়ক আলোচনা, প্রবন্ধ, বই পরিচিতি, সাক্ষাৎকার, সমালোচনা, আত্মজীবনী, স্মৃতিকথা বা কথাসাহিত্যের যে কোনো শাখায়ই লেখা দিতে পারেন।
৫. লেখা অভ্র বা ইউনিকোডে টাইপ করে টেক্সট কপি দেবেন।
৬. নিজের লেখাই দেবেন।
৭. লেখার জন্য কোনো শব্দসংখ্যা নির্দিষ্ট নেই।
৮. আলোচনা বা প্রবন্ধজাতীয় লেখার ক্ষেত্রে সূত্র উল্লেখ করে দেবেন।
৯. লেখা মনোনয়নের ক্ষমতা গল্পপাঠ কর্তৃপক্ষের। অমনোনয়নের কারণ ব্যাখ্যা করতে গল্পপাঠ বাধ্য নয়।
১০. লেখার সঙ্গে অবশ্যই অতি সংক্ষিপ্ত পরিচিতি দেবেন।
লেখক পরিচিত
ম
জন্ম সাল
জন্মস্থান
বর্তমান আবাসস্থল
পেশা
পেশা
কোন কোন শাখায় লেখেন তার তালিকা
কোন কোন পত্রিকায় লেখেন তার তালিকা (যদি থাকে)
প্রকাশিত গ্রন্থতালিকা (যদি থাকে)
প্রাপ্ত পুরস্কার (যদি থাকে)
একটি ফটো দিন
নিজের ওয়েব পেজ বা ব্লগ থাকলে লিঙ্ক দিন
ইমেইল-ঠিকানা দেবেন
ফোন নং
নিজের ওয়েব পেজ বা ব্লগ থাকলে লিঙ্ক দিন
ইমেইল-ঠিকানা দেবেন
ফোন নং
(কোনো তথ্য প্রকাশের ইচ্ছে না থাকলে জানাবেন)
১০. লেখার দায় লেখকের।
১১. গল্পপাঠে প্রকাশিত লেখা অন্যত্রও প্রকাশ করতে পারেন।
১২. গল্পপাঠ একটি অবানিজ্যিক ওয়েবম্যাগাজিন। কোনো বিজ্ঞাপন, কোনো ধরনের গ্রান্ট গ্রহণ করেন না।ফলে লেখার জন্য কোনো অর্থ-সম্মানী প্রদান করে না।
১৪. লেখা প্রকাশিত হলে তার লিঙ্ক ইন্টারনেটে শেয়ার করুন।
লেখা পাঠাবার ইমেইল ঠিকানা--
galpopath@gmail.com
36 মন্তব্যসমূহ
আচ্ছা আপনারা কি রম্য-রহস্য -রোমাঞ্চ গল্প প্রকাশ করেন?
উত্তরমুছুননা । কোন রহস্য নয়। শুধু রম্য রচনা।
মুছুনবহু আগের পুরনো প্রকাশিত লেখা কি প্রকাশ করেন?
উত্তরমুছুনna
মুছুনসময়ের মুক্ত চিন্তায় যুক্ত হয়ে আনন্দিত হলাম। কখনো কোন লিখাও হয়তো পাঠাবো, তার গাল্পিক যোগ্যতা যাচাইয়ের জন্য। খুব দ্রুত-ই আসছি আমার 'মানুষবাদ' নামক নতুন শিল্পতত্ত্ব ও আনুষঙ্গিক লিখাপত্র নিয়ে। প্রকাশ মাধ্যম খুঁজছিলাম, মনে হচ্ছে পেয়ে গেছি। সময়ের হিম মাথা ঝিম ধরিয়ে দিতেই, দেশজ উৎস থেকে উৎসারিত হচ্ছে 'মানুষবাদ'। শুভ কামনা নিরন্তর....
উত্তরমুছুনগল্প জীবনের প্রতিচ্ছবি।আপনাদের সঙ্গে যুক্ত হয়ে খুশি হলাম।
উত্তরমুছুনমেইলে গল্প পাঠিয়েছি। কিন্তু কোন ম্যাসেজ পাইনি।
উত্তরমুছুনখুব তাড়াতাড়িই আপনাদের ব্লগে লেখা পাঠাবো । প্রাপ্তি স্বীকার করলে বাধিত হবো।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ রইলো।
মেইলে গল্প পাঠাব। পাওয়ার পর প্রাপ্তি স্বীকার করলে খুশী হব।
উত্তরমুছুনগল্প পাঠালাম দেখা যাক কী হয়।
উত্তরমুছুনঅণু গল্প পাঠানো যায়?
উত্তরমুছুনপাঠাবো গল্প।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনআপনারা কি কবিতা পোস্ট করেন?
উত্তরমুছুনআপনারা কি কবিতা পোস্ট করেন?
উত্তরমুছুনএখানে থেকে কি কোন হার্ডকপি প্রকাশিত হয়???
উত্তরমুছুনশুধুই কি গল্প? কোন কবিতা কি নেয়া হয়?
উত্তরমুছুনলেখক কে টাকা দেয়া হয় কি?
উত্তরমুছুনপাঠানো লেখা মনোনীত হলে কিভাবে জানতে পারবো?
উত্তরমুছুনলেখা পাঠিয়েছি...
উত্তরমুছুনপাঠানো লেখা মনোনীত হলে কিভাবে জানতে পারবো?
উত্তরমুছুনঅন্য কোথাও প্রকাশিত হয়েছে এমন লেখা পাঠানো যাবে কি?
উত্তরমুছুনমনোনীত হয়েছে কিনা কতদিনের মধ্যে জানিয়ে দেন ?
উত্তরমুছুনমুক্তগদ্য প্রকাশ করেন ?
উত্তরমুছুনমুক্তগদ্য প্রকাশ করেন ?
উত্তরমুছুনমনোনীত হয়েছে কিনা কতদিনের মধ্যে জানিয়ে দেন ?
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনKhub Sundar byabastha. Anandita holam -porte parbo aar parateo parbo.
উত্তরমুছুনপাঠাচ্ছি পরিচিতি সহ গল্প। তবে আমাদের মত অখ্যাতদের পরিচিতি কি তাই ভাবছি।
উত্তরমুছুনএকটা গল্প পাঠালাম।আপনাদের কোন ফেসবুক পেজ আছে কি?ধন্যবাদ
উত্তরমুছুনএত এত প্রশ্ন, অথচ কোন উত্তর নাই। আমারও প্রশ্ন ছিল। প্রশ্ন করে উত্তর না পেলে প্রশ্ন করে কি লাভ?
উত্তরমুছুনNice initiatives, go ahead please....
উত্তরমুছুনগল্প পাঠালাম। ধন্যবাদ।
উত্তরমুছুনআমার ৪টি গল্প লেখা আছে ও ২টি কবিতা লেখা আছে আপনাদের এখানে পাঠাব যদি আপনারা পত্রিকাই ছারবেন বলেন তবে
উত্তরমুছুনকবিতা পাঠানো যায়?
উত্তরমুছুনপ্রকাশিত লেখা আবার প্রকাশ করবেন ? একটু অবাক লাগছে ।
উত্তরমুছুন