বৈশাখ সংখ্যায় নবীন-প্রবীণ গল্পকারদের পনেরটি রচনা প্রকাশিত হল। শুরুর লেখাটি একটি অগল্প। সেটা ২৪ এপ্রিল, ২০১৩ বাংলাদেশের সাভারে ঘটে ধসে যাওয়া ভবনে চাপা পড়া একজন সেলাই শ্রমিকের ভয়াবহ অভিজ্ঞতা। এটা গল্পেরও অধিক। সংগ্রহ করা হয়েছে সংবাদপত্র থেকে।
এর চেয়েও ভয়াবহ গল্প আছে সেই মরে যাওয়া পাঁচ শতাধিক মৃত মানুষের হাড়ের ভেতরে। আরো নির্মম গল্প হার মানাবে তাদের কাছে--যারা বেঁচে গেছেন, আরো কিছুকাল বেঁচে থাকবেন মৃত্যুর ভয়াল ক্ষণগুলি স্মরণ করে। আর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি--তাদের স্বজনদের কাছে।
এই গল্প একদিন লেখা হবে। বানানো গল্প হবে না।
আমরা যারা গল্প বানাতে চাই, অথচ প্রকৃত গল্প আমাদের হাতে নেই--সেই আমাদেরকে চাপা পড়া মৃত-জীবিত মানুষের হাহাকার ধরে নিয়ে যাবে সেই চাপা পড়া ভবনের নিচে। আমাদের মাথার উপরে ধসে পড়বে আমাদেরই বানানো গল্পের ভবন।
পাঠক দৌঁড়ে আসবেন আমাদেরকে উদ্ধার করতে। কেউ কেউ বাঁচবেন নূলো হয়ে। কেউ কেউ বাঁচবেন পাগল হয়ে। সে বাঁচা ভয়ঙ্কর কষ্টের। আর হাহাকারের। হায়।
বৈশাখ সংখ্যা গল্পপাঠের সূচিপত্র
বিশেষ রচনা
এর চেয়েও ভয়াবহ গল্প আছে সেই মরে যাওয়া পাঁচ শতাধিক মৃত মানুষের হাড়ের ভেতরে। আরো নির্মম গল্প হার মানাবে তাদের কাছে--যারা বেঁচে গেছেন, আরো কিছুকাল বেঁচে থাকবেন মৃত্যুর ভয়াল ক্ষণগুলি স্মরণ করে। আর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি--তাদের স্বজনদের কাছে।
এই গল্প একদিন লেখা হবে। বানানো গল্প হবে না।
আমরা যারা গল্প বানাতে চাই, অথচ প্রকৃত গল্প আমাদের হাতে নেই--সেই আমাদেরকে চাপা পড়া মৃত-জীবিত মানুষের হাহাকার ধরে নিয়ে যাবে সেই চাপা পড়া ভবনের নিচে। আমাদের মাথার উপরে ধসে পড়বে আমাদেরই বানানো গল্পের ভবন।
পাঠক দৌঁড়ে আসবেন আমাদেরকে উদ্ধার করতে। কেউ কেউ বাঁচবেন নূলো হয়ে। কেউ কেউ বাঁচবেন পাগল হয়ে। সে বাঁচা ভয়ঙ্কর কষ্টের। আর হাহাকারের। হায়।
বৈশাখ সংখ্যা গল্পপাঠের সূচিপত্র
বিশেষ রচনা
গল্প
১. মাধুরী দীক্ষিতের রূপ --- অমর মিত্র
২. কাফননামা --- আবুল বাশার
৩. বসন্ত বেদনা ---আনোয়ার শাহাদাত
৪. নেতা যেভাবে রক্তের গন্ধ পান --- কামরুজ্জামান জাহাঙ্গীর
৫. ইঁদুর --- কামাল রাহমান
৬. আড়াল --- নাহার মনিকা
৭. দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে--- অদিতি ফাল্গুনী
৮. ভাদাইম্যা -- রুবিনা খানম
৯. বাঁশিওয়ালা, নীল ঘোড়া ও আলো --- তুহিন দাস
সাক্ষাৎকার
১. ফটোগ্রাফি যেভাবে মারকেজকে সাহায্য করে
অনুবাদ আজিজুল রাসেল
বড় লেখা
১. বাটা ঝিলমিল বাটাঝিলমিল বন্ধু খাওরে বাটার প্রাণ ---সামরান হুদা
ব্যক্তিগত গদ্য
১. বাওড়--- শমীক ঘোষ
২. আমার সাহিত্য-বোধ --- কুলদা রায়
আলোচনা
১. বাংলাদেশের ছোটগল্প : সামাজিক পরিপ্রেক্ষিত ---মোহাম্মদ নূরুল হক
এই ছবিটি এঁকেছেন কবি প্রবন্ধকার মঈন চৌধুরী।
গল্পপাঠ বৈশাখ সংখ্যা পড়ার আমন্ত্রণ রইল। ইচ্ছে হলে মন্তব্য করুন।
ধন্যবাদ।
২. কাফননামা --- আবুল বাশার
৩. বসন্ত বেদনা ---আনোয়ার শাহাদাত
৪. নেতা যেভাবে রক্তের গন্ধ পান --- কামরুজ্জামান জাহাঙ্গীর
৫. ইঁদুর --- কামাল রাহমান
৬. আড়াল --- নাহার মনিকা
৭. দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে--- অদিতি ফাল্গুনী
৮. ভাদাইম্যা -- রুবিনা খানম
৯. বাঁশিওয়ালা, নীল ঘোড়া ও আলো --- তুহিন দাস
সাক্ষাৎকার
১. ফটোগ্রাফি যেভাবে মারকেজকে সাহায্য করে
অনুবাদ আজিজুল রাসেল
বড় লেখা
১. বাটা ঝিলমিল বাটাঝিলমিল বন্ধু খাওরে বাটার প্রাণ ---সামরান হুদা
ব্যক্তিগত গদ্য
১. বাওড়--- শমীক ঘোষ
২. আমার সাহিত্য-বোধ --- কুলদা রায়
আলোচনা
১. বাংলাদেশের ছোটগল্প : সামাজিক পরিপ্রেক্ষিত ---মোহাম্মদ নূরুল হক
এই ছবিটি এঁকেছেন কবি প্রবন্ধকার মঈন চৌধুরী।
গল্পপাঠ বৈশাখ সংখ্যা পড়ার আমন্ত্রণ রইল। ইচ্ছে হলে মন্তব্য করুন।
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ