গল্পপাঠ পৌষসংখ্যা

গল্পপাঠ গল্পকার ও পাঠকদের মধ্যে একটি সংযোগসূত্র তৈরী করার চেষ্টা করছে। বাংলা ভাষায় যাঁরা গল্প লিখেছেন এবং যাঁরা লিখছেন এবং আগামীতে যাঁরা লিখবেন---সবাই এই সূত্রের অংশ। শুধু গল্প পড়া নয়--গল্পকারদের গল্পভুবন নিয়ে গল্পকারদের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন গল্পপাঠকগণ। এবং পাঠকগণ গল্প নিয়ে কী ভাবেন, তাদের গল্প-ভাবনা কেমন--এ সকল প্রশ্নগুলো উস্কে দিচ্ছে গল্পপাঠের পৌষসংখ্যা।
আমাদের উদ্দেশ্য পাঠকও হয়ে উঠুক লেখক। গল্পকার নিজেই খুঁজে খুঁজে দেখুক তাঁর নিজের গল্পঘরটি নির্মাণ কৌশল। আশা করছি সকলের এই আয়োজন ভালো লাগবে। আগামীতে আরো কিছু নতুন আয়োজন নিয়ে হাজির হবে গল্পপাঠ।
গল্পকার আনোয়ার শাহাদাতের গল্পসংখ্যার আয়োজন চলছে। অচিরেই সংখ্যাটি প্রকাশিত হবে।
-------------------------------------------------------------------------------------------------------
কয়েকজন গল্পকারকে প্রশ্ন করা হয়েছিল তাঁদের নিজের লেখা সেরা গল্পটি সম্পর্কে। অনেকেই বলেছেন প্রতিটি গল্পই তাদের কাছে সেরা। অথবা সেরা বাছাই করা অতি কঠিন কাজ। তবে তাঁরা তাদের প্রিয় গল্প হিসেবে কিছু গল্প পাঠিয়েছেন। এই গল্পটি গল্পকার কিভাবে লিখলেন, গল্পটিতে তিনি কি কি শৈলী ব্যবহার করেছিলেন এরকম কিছু প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছেন। পাঠক তাদের এই আলাপচারিতা থেকে গল্পের কলকব্জা বোঝার অবকাশ পাবেন।
এই সিরিজটি ধারাবাহিকভাবে প্রকাশিত হবে।

সেরা গল্প নিয়ে গল্পকারের আলাপ
কামরুজ্জামান জাহাঙ্গীর--
 ৫. নীহারুল ইসলাম--


গল্পপাঠের ইচ্ছে পাঠকদের গল্পভাবনাটিও প্রকাশিত হোক। তাদের পাঠরুচীর সঙ্গে পরিচয় হোক লেখকদের। এক ধরনের মিথস্ক্রিয়া হোক লেখক-পাঠকের। এই ইচ্ছে থেকেই এবার শুরু হল পাঠকের গল্পভাবনা সিরিজটি। বেশ কিছু পাঠক মেলে ধরেছেন তাদের পাঠভুবনটি।
৭. সিরাজুল ইসলাম মুকুল--
৮. জামিলা হাসান--


অদ্বৈত মল্লবর্মণের জন্ম শত বার্ষিকী উপলক্ষে মুহাম্মদ আমানুল্লাহ লিখেছেন-তিতাস তীরের তাল-তরঙ্গ। লেখাটি প্রকাশিত হয়েছে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকী পাতায়। লেখক গল্পপাঠে অদ্বৈত-তর্পণ হিসেবে দিয়েছেন।

গল্প
লেখক ভুবন : 

বইপড়া:  
আলোচক : কামরুল আহবাব
মলয় রায়চৌধুরীর উপন্যাস নিয়ে আলোচনা : অরূপ তোমার এঁটোকাঁটা
আলোচক--অর্ক চট্টোপাধ্যায়
গল্প
অনুবাদ গল্প 
অনুবাদ : রওশন জামিল
দুটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. Hello there! This blog post could not be written much better!

    Reading through this post reminds me of my previous roommate!
    He continually kept talking about this. I will
    send this post to him. Pretty sure he'll have a great
    read. Thanks for sharing!

    my blog post; yogurt for treating acne

    উত্তরমুছুন