আশ্বিন সংখ্যা : সাক্ষাৎকার পর্ব

গল্পপাঠের আশ্বিন সংখ্যায় গল্পকারের সাক্ষাৎকার শিরোণামে একটি সিরিজ শুরু হল। এ জন্য বাংলা ভাষাভাষি গল্পকারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে গল্পপাঠের পক্ষ থেকে ৯টি প্রশ্ন পাঠানো হয়েছিল। প্রশ্নগুলো গল্পকারকে ঘিরেই। এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়েই গল্পকারের নিজের গল্প নিয়ে ভাবনা স্বল্পপরিসরে জানা যাবে।

ভারত, বাংলাদেশ এবং প্রাবাসী গল্পকারগণ আশাতীত সাড়া দিয়েছেন। অনেক প্রবীণ গল্পকার যেমন লিখে পাঠিয়েছেন তার লেখালেখির ভাবনা, আবার তেমনি তরুণতর গল্পকারও নিজের মত করে লিখে পাঠিয়েছেন আমাদের কাছে। এই লেখাগুলি পড়ে গল্পপাঠ টিম আরো কিছু সম্পুরক প্রশ্ন করেছেন। তারও উত্তর পাওয়া যাচ্ছে। আমরা আনন্দিত। গল্পকারদের এই সহজ সহযোগিতার জন্য অভিনন্দন।
এই প্রশ্নপত্রগুলো গল্পকারের ভাবনা জগতকে সম্পূর্ণ উন্মোচন করে না। আরো অনেক জগৎ রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে গল্পকারদের কাছে প্রশ্নকারে জানার চেষ্টা করা হবে। আশা করছি ধারাবাহিকভাবে সে পর্যায়ে যাওয়া যাবে।
-------------------------------------------------------------------------------------------------------
এই সকল লেখা নিয়ে বেশ কয়েকজন লেখক-গবেষক বিশ্লেষণধর্মী লেখা করছেন। তাতে সকল গল্পকারের গল্পভুবনের মৌল-প্রবণতা চিহ্নিত করার পাশাপাশি বাংলা গল্পের বর্তমান অভিমুখের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা থাকবে।
------------------------------------------------------------------------------------------------------
সাক্ষাৎকার :  দ্বিতীয় পর্ব
--------------------------------------------------------------------
সাক্ষাৎকার ৯. জাকির তালুকদার --আশির দশকে যতটা ছিল গল্প, তারচেয়ে বেশি ছিল কবজির সার্কাস।
---------------------------------------------------------------------
জাকির তালুকদার এসময়ের একজন গুরুত্বপূর্ণ গল্পকার। তিনি লেখেন অভিজ্ঞতা থেকে। এবং এই অভিজ্ঞতার জন্য তাকে গ্রামে যেতে হয়নি। তিনি গ্রামেরই মানুষ। এর সঙ্গে  মেল বন্ধন ঘটেছে তাঁর  বহুমূখী পড়াশুনার।  তিনি শুরু থেকে সিরিয়াস গল্পকার। কোনো অর্থেই সখ করে লেখেন না। ফলে তাঁর পাঠকও তাঁর সঙ্গে হয়ে ওঠেন সিরিয়াস।
সম্ভবত জাকির তালুকদারই সাহিত্যের সেই প্রাচীন বংশের নিঃশ্ব সন্তান যিনি সত্যি সত্যি লেখালেখির জন্য সব ছেড়েছেন। নিজেকে বাজী ধরেছেন। তাকে পড়া ছাড়া পাঠের পূণ্যি অসম্ভব। আরো পড়ুন>>
------------------------------------------------------------------------------------------------------
জাকির তালুকদারের দুটি গল্প  

২. অলীক রাতের গল্প

------------------------------------------------------------------------------------------------------
লেখক ভুবন : গল্পপাঠের সঙ্গে ৮জন গল্পকারের সাক্ষাৎকার
গল্প
সুচিপত্রের যে কোনো লেখার উপরে ক্লিক করুন। মূল লেখাটি তখন পড়তে পারবেন। ধন্যবাদ। 

গল্প
সাক্ষাৎকার নিয়েছেন: কামাল রাহমান ও মারুফ রায়হান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ