গেল চৈত্রে গল্পপাঠের মাসভিত্তিক সংখ্যা বের হতে শুরু হয়েছিল। এখন ফাল্গুন। ১২টি সংখ্যায় পড়েছে। গল্পপাঠ নানাধরনের গল্প প্রকাশ করছে। গল্পকারের পরিচিতি, গল্প নিয়ে পাঠক-লেখক প্রতিক্রিয়া, গল্পকারের নিজের গল্পের শৈলী নিয়ে আলাপচারিতা, অনুবাদ গল্প, পৃথিবীখ্যাত গল্পকারদের সাক্ষাৎকার এবং গল্প-সম্পর্কিত প্রবন্ধ পাঠকদের সামনে হাজির করছে। এর মধ্যে দিয়ে গল্পের কলকব্জা খুলে দেখা চলছে।
গত এক বছরে কয়েকজন গল্পকারকে নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা ছিল। এঁদের মধ্যে পাপড়ি রহমান, কামরুজ্জামান জাহাঙ্গীর এবং জ্যোতিপ্রকাশ দত্তকে নিয়ে আয়োজন সফল করা গেছে। এ বিষয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা হল--লেখকদের নিয়ে--লেখা নিয়ে লেখার মানুষ খুব কম পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে লেখকদের মধ্যে কিছুটা ঈর্ষা কাজ করে। হীনমন্যতা কাজ করে। গোষ্ঠীপ্রীতি কাজ করে। আবার লিখি--লিখব বলে বলে লেখেন না। এগুলো নেতিবাচক প্রবণতা। এগুলো থেকে বেরিয়ে আসা দরকার। লেখা নিয়ে--লেখকদের নিয়ে স্বতস্ফুর্তভাবে লেখক-পাঠকগণ লিখতে শুরু করবেন--এটা আশা করছি। খ্যাতির জন্য যারা লিখছেন, নামের জন্য লিখছেন, লেখার জন্য লিখছেন, সৃষ্টিসুখ নিয়ে লিখছেন না--তাদের বাসনা পুরনের দ্বায়িত্ব গল্পপাঠ নেবে না।
যারা গল্পপাঠে লেখা প্রকাশ করতে চান--তারা নিজের শ্রেষ্ঠ লেখাটি দিন।
গত এক বছরে কয়েকজন গল্পকারকে নিয়ে বিশেষ আয়োজনের পরিকল্পনা ছিল। এঁদের মধ্যে পাপড়ি রহমান, কামরুজ্জামান জাহাঙ্গীর এবং জ্যোতিপ্রকাশ দত্তকে নিয়ে আয়োজন সফল করা গেছে। এ বিষয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা হল--লেখকদের নিয়ে--লেখা নিয়ে লেখার মানুষ খুব কম পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে লেখকদের মধ্যে কিছুটা ঈর্ষা কাজ করে। হীনমন্যতা কাজ করে। গোষ্ঠীপ্রীতি কাজ করে। আবার লিখি--লিখব বলে বলে লেখেন না। এগুলো নেতিবাচক প্রবণতা। এগুলো থেকে বেরিয়ে আসা দরকার। লেখা নিয়ে--লেখকদের নিয়ে স্বতস্ফুর্তভাবে লেখক-পাঠকগণ লিখতে শুরু করবেন--এটা আশা করছি। খ্যাতির জন্য যারা লিখছেন, নামের জন্য লিখছেন, লেখার জন্য লিখছেন, সৃষ্টিসুখ নিয়ে লিখছেন না--তাদের বাসনা পুরনের দ্বায়িত্ব গল্পপাঠ নেবে না।
যারা গল্পপাঠে লেখা প্রকাশ করতে চান--তারা নিজের শ্রেষ্ঠ লেখাটি দিন।
সাম্প্রদায়িকতা ও দেশভাগ নিয়ে গল্পপাঠের ধারাবাহিক আয়োজন শুরু হল। অচিরেই এই বিষয়ে গল্পপাঠে নতুন কিছু যুক্ত হবে। আগামী সংখ্যায় সম্প্রতিগৃহীত গল্পকারদের দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হবে।
দীর্ঘ সাক্ষাৎকার
প্রবন্ধ
গল্পের শৈলী
গল্পপাঠ : গল্পের কলকব্জা
আর্নেস্ট হেমিংওয়ের গল্প: বৃষ্টিদিনে বেড়াল : মোজাফফর হোসেন
সৈয়দ মুস্তাফা সিরাজের অলীক মানুষঃ সৌন্দর্য ও বিষাদের প্রতিমা নির্মাণ : বিপুল দাস
সৈয়দ মুস্তাফা সিরাজের অলীক মানুষঃ সৌন্দর্য ও বিষাদের প্রতিমা নির্মাণ : বিপুল দাস
গল্প
লেখক ভুবন
স্মৃতিচারণ
প্রবীর বিকাশ সরকার
নতুন বই
৪. রেজা ঘটকের প্রকাশিত বই নিয়ে নিজের কথা
৫. নীহারুল ইসলামের নতুন বই :
ঘাট আঘাটের বৃত্তান্ত
৬. লুতফুন নাহার লতা'র দুটি বই :
জীবন ও যুদ্ধের কোলাজ এবং চাঁদের উঠোন
৭. বিনোদ ঘোষালের উপন্যাস বৃষ্টি পড়ার আগে
৮. পাপড়ি রহমানের গল্পের বই মামুলি জীবনের জলতরঙ্গ
৫. নীহারুল ইসলামের নতুন বই :
ঘাট আঘাটের বৃত্তান্ত
৬. লুতফুন নাহার লতা'র দুটি বই :
জীবন ও যুদ্ধের কোলাজ এবং চাঁদের উঠোন
৭. বিনোদ ঘোষালের উপন্যাস বৃষ্টি পড়ার আগে
৮. পাপড়ি রহমানের গল্পের বই মামুলি জীবনের জলতরঙ্গ
2 মন্তব্যসমূহ
magnificent points altogether, you just won a new reader.
উত্তরমুছুনWhat might you suggest about your submit that you made a few days in the past?
Any certain?
my site; web hosting bitcoin
Wow, this piece of writing is fastidious, my younger sister
উত্তরমুছুনis analyzing such things, therefore I am going to tell her.
My web-site :: skin disease medication