গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ যেদিন মারা গেলেন সেদিনই গল্পপাঠ একটি ক্রোড়পত্র প্রকাশ করেছিল। এর মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিপাশা মণ্ডল। মার্কেজের প্রখ্যাত উপন্যাসিকা--কর্নেলেকে কেউ চিঠি লেখে না অনুবাদ করে দিয়েছেন। এছাড়া দি প্যারিস রিভিউ সাময়িকী থেকে অনুবাদ করেছেন গল্পের শৈলী সাক্ষাৎকারটি। এ সংখ্যা গল্পপাঠে দুটি লেখাই প্রকাশিত হল।
এ ছাড়া মার্কেজকে নিয়ে আরো কিছু প্রবন্ধ, সাক্ষাৎকার ও অনুবাদ গল্প পত্রস্থ হল। এ সব লেখাই মার্কেজ-পাঠে সহায়ক হবে। পরবর্তী সংখ্যায় মার্কেজ বিষয়ক আরো কিছু লেখা প্রকাশিত হবে।
গল্পপাঠে নতুন নতুন লেখক ও পাঠক যোগ দিচ্ছেন। এটা আশার খবর। এ সংখ্যায় বেশ কয়কটি নতুন গল্প প্রকাশিত হল।
দেশভাগ নিয়ে একটি উপন্যাস দশমী দিবসে লিখেছেন গল্পকার-ঔপন্যাসিক অমর মিত্র। সেই উপন্যাসের সুবাদেই নতুন করে দেশভাগ বিষয়টি নিয়ে গল্পপাঠ ধারাবাহিক আয়োজন করেছে। এ সংখ্যায় দেশভাগের কথাপর্ব নামে প্রকাশিত হল ছয়টি সাক্ষাৎকার। এদের কেউ বাংলাদেশে--কেউ পশ্চিম বঙ্গের। দেশভাগ তারা কেউই দেখেননি। কিন্তু তাদের পিতা-পিতামহের কাছ থেকে শুনেছেন। বই থেকে পড়েছেন। সিনেমা থেকে জেনেছেন। ফেসবুকের আড্ডা-ঘরে লিখে লিখে তাদের এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে তাই একটা ইনস্ট্যান্ট কথাভঙ্গী পাওয়া যাবে।
গল্পপাঠের পরবর্তী সংখ্যায় দেশভাগের কথাপর্বে আরো ১০টি সাক্ষাৎকার প্রকাশিত হবে। সঙ্গে নীল কণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সাক্ষাৎকার থাকবে।
এ ছাড়া মার্কেজকে নিয়ে আরো কিছু প্রবন্ধ, সাক্ষাৎকার ও অনুবাদ গল্প পত্রস্থ হল। এ সব লেখাই মার্কেজ-পাঠে সহায়ক হবে। পরবর্তী সংখ্যায় মার্কেজ বিষয়ক আরো কিছু লেখা প্রকাশিত হবে।
গল্পপাঠে নতুন নতুন লেখক ও পাঠক যোগ দিচ্ছেন। এটা আশার খবর। এ সংখ্যায় বেশ কয়কটি নতুন গল্প প্রকাশিত হল।
দেশভাগ নিয়ে একটি উপন্যাস দশমী দিবসে লিখেছেন গল্পকার-ঔপন্যাসিক অমর মিত্র। সেই উপন্যাসের সুবাদেই নতুন করে দেশভাগ বিষয়টি নিয়ে গল্পপাঠ ধারাবাহিক আয়োজন করেছে। এ সংখ্যায় দেশভাগের কথাপর্ব নামে প্রকাশিত হল ছয়টি সাক্ষাৎকার। এদের কেউ বাংলাদেশে--কেউ পশ্চিম বঙ্গের। দেশভাগ তারা কেউই দেখেননি। কিন্তু তাদের পিতা-পিতামহের কাছ থেকে শুনেছেন। বই থেকে পড়েছেন। সিনেমা থেকে জেনেছেন। ফেসবুকের আড্ডা-ঘরে লিখে লিখে তাদের এই সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। এগুলোর মধ্যে তাই একটা ইনস্ট্যান্ট কথাভঙ্গী পাওয়া যাবে।
গল্পপাঠের পরবর্তী সংখ্যায় দেশভাগের কথাপর্বে আরো ১০টি সাক্ষাৎকার প্রকাশিত হবে। সঙ্গে নীল কণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সাক্ষাৎকার থাকবে।
----------------------------------------------------------------------
গল্প
দেশভাগ, সাম্প্রদায়িকতা, দাঙ্গা, রিফুজি-মানুষ
----------------------------------------------
দেশভাগের কথাপর্ব :
গল্প
অনুবাদ গল্প
গল্প
---------------------------------------------
---------------
-------------------------------------
-------------------------------------------------------------------------
----------------------------
------------------------------------------------------------
অনুবাদ : আলীম আজিজ
অনুবাদ : তুষার তালুকদার
----------------------------------
--------------------------------------------------------------------------------
মার্কেজ স্মরণে গল্পপাঠের প্রথম আয়োজন :
0 মন্তব্যসমূহ