একটা গল্পকে যথার্থ গল্প করে তোলার জন্য একজন লেখক তার কল্পনা, গল্পশৈলির যাবতীয় মালমশলা জড়ো করে গল্পকে দাঁড় করতে চেষ্টা করেন। সে চেষ্টা কখনও সফল হয়, কখনও হয় না। কারণ লিখিত সব গল্পই নিখুঁত গল্প হয়ে ওঠে না।
একটা গল্পকে গল্প হয়ে ওঠার জন্য কিছু চাহিদা পূরণ করে এগোতে হয়। লেখক নিজেও কিন্তু সর্বাগ্রে একজন পাঠক। পাঠক হিসেবে তার জানা থাকে গল্পের কাছে কী এবং কতটা চাওয়া যায়। লেখক নন তেমন পাঠকদেরও গল্পের কাছে চাওয়া-পাওয়ার একটা হিসেব থাকে।
সেসব চাওয়া আর পাওয়ার সলুক-সন্ধান নিয়ে আমাদের এই লেখাপত্র গল্পের কাছে কী চাই? এখানে জড়ো হওয়া লেখাগুলো গুরুত্বের সাথে পঠন-পাঠন হলে আখেরে দু'পক্ষেরই লাভ।
এই ক্রোড়পত্রে প্রবীণ থেকে নবীন লেখকরা লিখেছেন গল্পের কাছে কী চাই। আরো অনেকের লিখবেন। পরের সংখ্যায় সেগুলো পত্রস্থ হবে। যারা লিখেছেন তারা লেখক হিসেবে ও পাঠক হিসেবে তাদের চাওয়াটা লিখেছেন। সে চাওয়াগুলো একটা নয়। অনেকগুলো। কিন্তু এই ক্রোড়পত্রের প্রত্যেকের একটি বা দুটি চাওয়া টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে।
আশা করছি এই ক্রোড়পত্র থেকে বাংলা ভাষার গল্পকার ও পাঠকদের গল্পের কাছে চাওয়ার শুলুকসন্ধান পাবেন।
এই ক্রোড়পত্রের পরিকল্পক স্মৃতি ভদ্র। সম্পাদনা নাহার তৃণা। সহযোগিতায় গল্পপাঠ টিম। অনিন্দিতা গোস্বামী
গল্পকার। ঔপন্যাসিক।
কোলকাতায় থাকেন।
অমর মিত্র।
ঔপন্যাসিক। গল্পকার। অনুবাদক।
কলকাতায় থাকেন।
অনিশ্চিত যাত্রার দীপ্তি পেতে আমি চাই গল্পের কাছে।
ঔপন্যাসিক। গল্পকার। অনুবাদক।
কলকাতায় থাকেন।
অনিশ্চিত যাত্রার দীপ্তি পেতে আমি চাই গল্পের কাছে।
পশ্চিমবঙ্গে মানুষ।
গল্পকার।
গল্পকার।
কথাসাহিত্যিক।
শান্তিনিকেতনে থাকেন।
শান্তিনিকেতনে থাকেন।
আনিসুজ্জামান : গল্পের গল্প
আহমেদ খান হীরক
গল্পকার। টেলিভিশনের কাহিনীকার।
ঢাকায় থাকেন।
আমি চাই গল্পটি শেষ করার পর আমিও যেন পাঠক আর না থাকি, গল্পটি পূরণ করতে একজন গল্পকার হয়ে উঠি।
গল্পকার। অনুবাদক। থাকেন ক্যালিফোর্নিয়াতে।
চাই-- গল্প যতটা সম্ভব চুপ থাকুক, নৈঃশব্দ তৈরি হোক শব্দের ভেতর দিয়ে, ভাষার ভেতর দিয়ে আলো আর অন্ধকারে হাঁটার পথটা তৈরি করে দিক।
চাই-- গল্প যতটা সম্ভব চুপ থাকুক, নৈঃশব্দ তৈরি হোক শব্দের ভেতর দিয়ে, ভাষার ভেতর দিয়ে আলো আর অন্ধকারে হাঁটার পথটা তৈরি করে দিক।
গল্পকার। টেলিভিশনের কাহিনীকার।
ঢাকায় থাকেন।
আমি চাই গল্পটি শেষ করার পর আমিও যেন পাঠক আর না থাকি, গল্পটি পূরণ করতে একজন গল্পকার হয়ে উঠি।
বাংলাদেশে থাকেন।
গল্পকার। ঔপন্যাসিক। ঢাকায় থাকেন।
একটা গল্প আয়নার অতিরিক্ত অনেক কিছু দেখায়। সরাসরি দেখায়, আবার সংকেতে-ইশারায়, এমনকি রুদ্ধবাক হয়েও দেখায়। গল্পের কাছে সেই বাড়তিটুকুই চাওয়ার।
কল্লোল লাহিড়ী
ঔপন্যাসিক। গল্পকার। চিত্রনাট্য লেখক। চলচ্চিত্র সমালোচক এবং শিক্ষক।
উত্তর কলকাতায় থাকেন।
গ্রাম ছাড়া, দেশহারা মানুষগুলোর বিষণ্ন মুখ ছুঁয়ে থাকা ফেরারী রোদ্দুর ফিরে পেতে চাই গল্পের কাছে।
জয়া চৌধুরী
গল্পকার। কবি। অনুবাদক। থিয়েটারকর্মী। কোলকাতায় থাকেন।
গল্পের কাছে আমি অন্তত ঘটে যাওয়া ঘটনার বর্ণনা শুধু নয় তার প্রেক্ষিতে মন্থন করে আনা দর্শন খুঁজে ফিরি, চাই স্বস্তি।
নাহার তৃণা
গল্পকার। অনুবাদক।
বাংলাদেশে বাড়ি। থাকেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
একটি গল্পের কাছে আরো দু-পাঁচটা গল্পের ইশারা চাই।
গল্পকার। অনুবাদক।
বাংলাদেশে বাড়ি। থাকেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
একটি গল্পের কাছে আরো দু-পাঁচটা গল্পের ইশারা চাই।
বেগম জাহান আরা
কথাসাহিত্যিক। প্রবন্ধকার। গবেষক। ভাষাতাত্ত্বিক। অবসরপ্রাপ্ত অধ্যাপক।
রাজশাহীতে জন্ম। পেশাসূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। বর্তমানে জার্মানীর হামবুর্গে থাকেন।
কথাসাহিত্যিক। প্রবন্ধকার। গবেষক। ভাষাতাত্ত্বিক। অবসরপ্রাপ্ত অধ্যাপক।
রাজশাহীতে জন্ম। পেশাসূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। বর্তমানে জার্মানীর হামবুর্গে থাকেন।
কথাসাহিত্যক।
সিলেটে বাড়ি। থাকেন লন্ডন।
প্রকাশিত বই : পালকের ব্লাউজ।
কবি। গল্পকার।
ঢাকায় থাকেন।
গল্পে চাই ভাংচুর, এক গাল প্রেম, জেল্লা, এক পাতায় চড়ুই অপেক্ষা।
কথাসাহিত্যিক
কোলকাতায় থাকেন।
গল্পকার। বাংলাদেশের সিরাজগঞ্জে বাড়ি। নিউ ইয়র্কে থাকেন।
গল্পের কাছে আখ্যান চাই, উত্থান পতন বাঁক চাই আর চাই স্তব্ধ হয়ে যেতে।
গল্পকার। অনুবাদক।
ক্যানাডাতে থাকেন।
গল্পের মাতৃগর্ভের মতো সুরক্ষিত আশ্রয়, অপাপ সরলতা আর বাংলাদেশের জন্মযুদ্ধের অবিকৃত সত্যের সন্ধান চাই।
গল্পকার। নাট্যকার। কবি।
বাংলাদেশের হবিগঞ্জে থাকেন।
গল্পকার।
বাঁকুড়া জেলার সোনামুখীর রূপপাল গ্রামে থাকেন।
0 মন্তব্যসমূহ