গল্পের শৈলী বিষয়ক লেখার সঙ্কলন

ছোটো গল্পের শৈলী নিয়ে গল্পপাঠে অনেক লেখা প্রকাশ করা হয়েছে। এর অধিকাংশই বিদেশী বইপত্র থেকে সাহায্য নিয়ে লেখা। এর অধিকাংশ লেখাই গল্পপাঠ ওয়েব ম্যাগাজিনের উদ্যোগে লেখা হয়েছে।

যারা গল্প লিখতে চান, যারা গল্প লিখছেন, যারা ভালো গল্প লিখতে চান, একটি গল্প কী করে ভালো হয়ে ওঠে--মন্দ হয়ে যায় এসব বিষয়গুলো পাওয়া যাবে এসব লেখা থেকে।

গল্প লেখার জন্য গল্পের শৈলী জানা দরকার।





















একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. এই সংখ্যাটি আমার বিশেষ প্রয়োজন। 24 শে মে 2018-র টি। এই পুরো সংখ্যাটি আমাকে মেইল করে দিলে আমি প্রিন্ট করে নেব। একসাথে সব লেখাগুলো যাতে পাওয়া যায়। এখানে প্রতিটি লিংক আলাদা আলাদা করে খুলতে হচ্ছে। তা না করে যদি বই আকারে করে নেওয়া যেত আর কি। আমার মেইল আই ডি দিলাম। sankarpurulia1@gmail.com

    উত্তরমুছুন
  2. অনুগ্রহ পুর্বক পুরো সংখ্যাটি আমাকে মেইল করা যাবে?
    sudipmondal@basirhatcollege.org

    উত্তরমুছুন