ছোটো গল্পের শৈলী নিয়ে গল্পপাঠে অনেক লেখা প্রকাশ করা হয়েছে। এর অধিকাংশই বিদেশী বইপত্র থেকে সাহায্য নিয়ে লেখা। এর অধিকাংশ লেখাই গল্পপাঠ ওয়েব ম্যাগাজিনের উদ্যোগে লেখা হয়েছে।
যারা গল্প লিখতে চান, যারা গল্প লিখছেন, যারা ভালো গল্প লিখতে চান, একটি গল্প কী করে ভালো হয়ে ওঠে--মন্দ হয়ে যায় এসব বিষয়গুলো পাওয়া যাবে এসব লেখা থেকে।
গল্প লেখার জন্য গল্পের শৈলী জানা দরকার।

যারা গল্প লিখতে চান, যারা গল্প লিখছেন, যারা ভালো গল্প লিখতে চান, একটি গল্প কী করে ভালো হয়ে ওঠে--মন্দ হয়ে যায় এসব বিষয়গুলো পাওয়া যাবে এসব লেখা থেকে।
গল্প লেখার জন্য গল্পের শৈলী জানা দরকার।

উপন্যাস ও ছোটো গল্প কীভাবে আলাদা হয়ে যায় : অভিক ভট্টাচার্য
জগদীশ গুপ্তের দিবসের শেষে গল্পের কলকব্জা : সৈয়দ শামসুল হক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন